শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্পের নীতিতে পরিবর্তন: মানবাধিকার নয়, এখন গুরুত্ব আঞ্চলিক স্থিতিশীলতায় ◈ ডিজিটাল লেনদেনে নতুন মাইলফলক, তবে নেই প্রধান দুই প্ল্যাটফর্ম

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৮:০২ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২,৭০০ কোটি টাকার নতুন দুটি প্রণোদনা প্যাকেজ অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

সোহেল রহমান: [২] করোনা মহামারীর প্রভাব মোকাবেলায় দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অতি দরিদ্র বয়স্ক ও বিধবাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের প্রধানমন্ত্রী নতুন দুটি প্রণোদনা কর্মসূচি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচি দুটিতে মোট বরাদ্দের পরিমাণ ২ হাজার ৭০০ কোটি টাকা। অবিলম্বে এর বাস্তবায়ন কাজ শুরু হবে।

[৩] অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানায়, রোববার প্রধানমন্ত্রী এ নতুন দুটি প্রণোদনা প্যাকেজের অনুমোদন দেন। নতুন অনুমোদিত দু’টি-সহ মোট প্রণোদনা প্যাকেজের সংখ্যা দাঁড়ালো ২৩টি। আর মোট আর্থিক পরিমাণ হচ্ছে ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকা। এটি বর্তমান জিডিপি’র ৪ দশমিক ৪৪ শতাংশ।

[৪] অর্থ বিভাগ জানায়, নতুন অনুমোদিত প্রথম প্যাকেজটির আকার ১ হাজার ৫০০ কোটি টাকা। এর আওতায় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাত ও নারী উদ্যোক্তাদের জন্য গৃহীত কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন’-কে ৩০০ কোটি টাকা, ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা’ (বিসিক)- কে ১০০ কোটি টাকা ও ‘জয়িতা ফাউন্ডেশন’-কে ৫০ কোটি টাকা প্রদান করা হবে।
এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে ‘এনজিও ফাউন্ডেশন’-কে ৫০ কোটি টাকা, ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-কে ৩০০ কোটি টাকা, ‘পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন’-কে ৩০০ কোটি টাকা, ‘ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনৎ-কে ১০০ কোটি টাকা ও ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডৎ-কে ৩০০ কোটি টাকা প্রদান করা হবে।

[৫] অনুমোদিত দ্বিতীয় প্যাকেজের আওতায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে আগামী ২০২১-২২ অর্থবছরে দেশের ১৫০টি উপজেলায় দরিদ্র্য সকল বয়স্ক এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা সকল নারীদের এ ভাতার আওতায় আনা হবে।

[৬] প্রসঙ্গ: করোনা মোকাবেলায় অর্থনৈতিক পুনরুদ্ধার ও প্রণোদনা প্যাকেজের যাবতীয় দিক নিয়ে অর্থ বিভাগ গত নভেম্বর-ডিসেম্বরে তিনটি মতবিনিময় সভা আয়োজন করেছিল অর্থ বিভাগ। এসব মতবিনিময় সভায় করোনা মোকাবেলায় গ্রামীণ অর্থনীতিকে বেগবান করার লক্ষ্যে ব্যাংক ব্যবস্থার পাশাপাশি কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সাথে সংশ্লিষ্ট সরকারি ও আধাসরকারি সংস্থা/ প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ কার্যক্রমের পরিধি বাড়ানো, নারী-উদ্যোক্তা উন্নয়নে আরও পদক্ষেপ নেয়া এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জন অব্যাহত রাখতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অতিদরিদ্র অসহায় পরিবারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের জন্য সুপারিশ করা হয়। এর আলোকেই নতুন দুটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে অর্থ বিভাগ জানায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়