নোয়াখালী প্রতিনিধি: [২] নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনে সকাল থেকে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে যে ভোটারদের উপস্থিতি আগের চেয়ে ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি। তবে ভোটাররা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে।
[৩] এর আগে সকাল ৮ টায় এক নম্বর ওয়ার্ডের উদয়ন কিন্ডারগার্টেন ইভিএমে নিজের ভোট দেন আবদুল কাদের মির্জা। পরে সেখানে উপস্থিত সংবাদকর্মীদের তিনি বলেন আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। একইসাথে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
[৪] অন্যদিকে বিএনপির মনোনিত প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের নিজ কেন্দ্রে ভোট দেন। পরে তিনি সাংবাদিকদের ভোটের পরিবেশ দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। একই সঙ্গে সকল ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জয় পরাজয় যাহোক তা মেনে নিবেন।
[৫] উল্লেখ্য ১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভার মোট জনসংখ্যা প্রায় ৪০ হাজার। ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫ জন। যার মধ্যে নারী ভোটার ১০ হাজার ৪৯৪ জন, পুরুষ ভোটার ১০ হাজার ৬২১ জন।
[৬] বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী, জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মোশাররফ হোসেনসহ তিনজন, কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজনসহ মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে রয়েছে পুলিশ, বিজিবি ও আনসারের ৪০০ সদস্য। বিজিবির ৪ প্লাটুন, পুলিশের মোবাইল টিম ৯টি, স্ট্রাইকিং টিম দুইটি, নির্বাহী ম্যাজিস্ট্যাট ৯ জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সম্পাদনা: হ্যাপি