শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৬:৫১ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে ভোটকেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখতে হবে: ডা. শাহাদাত

রিয়াজুর রহমান: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন নগরবাসীর উদ্দেশ্যে বলেন, আসন্ন চসিক নির্বাচনে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে নগর পিতা নয়, নগরবাসীর সেবক হিসেবে নির্বাচিত করুন। আমি চট্টগ্রামবাসীর সেবক হয়ে সুখ দুখে পাশে থাকবো। নগরীর ভোটারদের মাঝে প্রায় ৬০ শতাংশ ভাড়ায় বসবাস করে। আমি মেয়র নির্বাচিত হলে তাদের স্বার্থ রক্ষায় কাজ করব। নগরবাসীর জন্য গণপরিবহন ও পার্কিং ব্যবস্থা উন্নত করবো। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত চট্টগ্রাম উপহার দেবো। তিনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে ভোটকেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখার আহবান জানান।

তিনি শুক্রবার (১৫ জানুয়ারী) রাতে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ভোটের দিন ভোটাররা যেন ভয় ভীতি ছাড়া কেন্দ্রে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে ইসিকে। আওয়ামী সন্ত্রাসীরা যেন ভোটারদের হুমকি—ধুমকি দিতে না পারে সেজন্য কেন্দ্রের বাইরে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য সরকার এবং প্রশাসনকে দায়ী থাকতে হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ সভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ, আলহাজ জামির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সহ সাংগঠনিক সম্পাদক শওকত আজম খাজাসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়