শিরোনাম
◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১২:১০ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারিগরি শিক্ষার প্রতি জোর দিয়ে প্রত্যেক মানুষকে কর্মদক্ষ করে গড়ে তুলতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সমীরণ রায়: [২] ফরহাদ হোসেন আরও বলেন, সরকারের ১২ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। যেদিকে তাকানো যাবে সেদিকেই উন্নয়ন দেখা যাবে। কোভিড-১৯ এর মধ্যেও বাংলাদেশ তিনটি উন্নত দেশের মত প্রবৃদ্ধি অর্জন করেছে। সরকার ৮ম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী জুলাই মাস থেকে এর বাস্তবায়ন শুরু হবে।

[৩] তিনি আরও বলেন, মেহেরপুরের মুজিবনগর নতুন করে সাজানো হবে। এজন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার নদী খনন করা হয়েছে। আবারো ত্রিশ কিলোমিটার নদী খনন শুরু করা হবে। মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন, অল্পদিনেই শুরু হবে মুজিবনগর সহিউদ্দীন টেক্সটাইল ইনস্টিটিউট, মুজিবনগর টিটিসি কেন্দ্র, ইতোমধ্যে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় ৭০টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসার বহুতল ভবনের কাজ, ২৯টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, ১০০ কোটি টাকা ব্যয়ে মুজিবনগর উপজেলায় কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন, বাইপাস সড়কের কাজ, ১৫০ মেঘওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, ৩০ কোটি টাকা ব্যয়ে দর্শনা ও ৭০০ কোটি টাকা ব্যয়ে মেহেরপুর কুষ্টিয়া সড়ক যেখানে ১০ কিলোমিটার ফোর লেন রাস্তা তৈরি হবে।

[৪] শুক্রবার মুজিবনগরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৪ তলা প্রশাসনিক ও ৫ তলা একাডেমিক নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৫] জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে এতে অনলাইন যুক্ত হন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের যুগ্ম সচিব নবীরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়