শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারা দেশে এক হাজারের বেশি কমিটি গঠন, পক্ষপাতিত্ব আর ভাগাভাগি অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

শিমুল মাহমুদ: [২] দীর্ঘ ২৭ বছর ২০১৯ সালে কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালের ২৩ ডিসেম্বর ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা দেন এ দুই নেতা। এরপর শুরু হয় বিভিন্ন স্তরের কমিটি গঠন। এরই মধ্যে অভিযোগ আসতে থাকে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বের বিরুদ্ধে। কমিটি গঠন নিয়ে আর্থিক লেনদেন পক্ষপাতিত্ব আর ভাগাভাগির অভিযোগ ওঠে। বাংলানিউজ

[৩] হাই কমান্ডের সুপারিশ রয়েছে এমন অজুহাতে অযোগ্য, অছাত্র, বিবাহিত, চাকরিজীবীসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মীদের বিভিন্ন কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ ওঠে।

[৪] সূত্র জানায়, সিলেট, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, খুলনা জেলাসহ বেশ কয়েকটি জেলার থানা কমিটি গঠনে আর্থিক লেনদেন হয়েছে। এসব থানায় নির্যাতিতদের বাদ দিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে আতাতকারীদের পদায়ন করা হয়েছে।

[৫] সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার কমিটি গঠনের ক্ষেত্রে। ছাত্রদলের সাবেক নেতা হাসান মামুনের একক ক্ষমতাবলে এ ধরনের বিতর্কিত কমিটি গঠন করা হয়েছে বলে নেতাকর্মীরা অভিযোগ করেছেন।

[৬] এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, সারাদেশে এক হাজারের মতো কমিটি হয়েছে। দুই/এক জায়গার অভিযোগ আমাদের কাছে এসেছে। এসব অভিযোগের পক্ষে শক্তিশালী কোনো প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি। সে রকম যদি বড় ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তাহলে অবশ্যই ব্যবস্থা নেব। ১০ জন মিলে সংগঠন। সবার চারিত্রিক অবস্থা এক রকম না। ভালোমন্দ মিলিয়েই আমরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়