শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাঈদ তারেক: উগান্ডার নির্বাচন : ষষ্ঠ টার্মের জন্য মুসোভেনি!

সাঈদ তারেক: বিবিসি’র খবরে দেখলাম ১৪ জানুয়ারি, বৃহষ্পতিবার উগান্ডায় নির্বাচন। এতে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচিত হবে। প্রেসিডেন্ট পদে প্রার্থী ১১। মূল প্রতিদ্বন্দ্বী দুজন। প্রথমজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট উগান্ডান ‘গণতন্ত্রের মানসপুত্র’ ইওরি মুসোভেনি। তিনি মাশাল্লাহ্ ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট হতে চাইছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী এনইপি পার্টির অপেক্ষাকৃত তরুণ নেতা ববি ওয়াইন। অন্যান্য আফ্রিকান দেশের মতো মধ্য আফ্রিকার এই দেশটিও স্বৈরাচার ক্রমাগত সামরিক অভ্যুত্থান হানাহানি-রক্তারক্তির জন্য দীর্ঘদিন আলোচিত ছিল। তবে বিশেষভাবে পরিচিতি পায় স্বৈরশাসক ইদি আমিনের সময়। নানা বিতর্কিত এবং মুখরোচক ঘটনার জন্ম দিয়ে আমিন সাহেব তার দেশকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। উগান্ডা ছিল এক সময় ব্রিটিশের কলোনি। স্বাধীনতা পায় ১৯৬২ সালে।

এক বছর ব্রিটেনের রানী এলিজাবেথ ছিলেন রাষ্ট্রপ্রধান (গভর্ণর জেনারেল ওয়াল্টার কাউটস্)। এরপর আড়াই বছরের জন্য এডওয়ার্ড মুটেসা, চার বছরের জন্য মিল্টন ওবোটে। ’৭১-এর জানুয়ারিতে সামরিক অভ্যূত্থান করে ক্ষমতায় আসেন ইদি আমিন। প্রায় সাড়ে আট বছর দোর্দন্ড প্রতাপে চালিয়ে ’৭৯এর এপ্রিলে বিদায় হন। ’৮৫ পর্যন্ত নানা অভ্যূত্থান পাল্টা অভ্যূত্থানে ক্ষমতার পালাবদল হয়ে চলে। এই সাত বছরে সাতজনের মতো সরকার প্রধান দেশ চালায়। ১৯৮৬ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হন ইওরি মুসোভেনি। গত ৩৪ বছর ধরে তিনি আছেন। ’৪৪-এ জন্ম নেয়া ৭৭ বছর বয়সী এই প্রেসিডেন্ট পরের মেয়াদেও থাকতে চান।

উল্লেখ্য, কতো মেয়াদ পর্যন্ত একজন প্রেসিডেন্ট হতে পারবেন উগান্ডার সংবিধানে তার কোনো উল্লেখ নেই। আগে ছিল, মুসোভেনি সংশোধনী করে বাদ দিয়ে দিয়েছেন। ফলে এই দেশে যে কেউ যতোবার খুশি প্রেসিডেন্ট হতে পারেন। যতোটুকু খবর পাওয়া গেছে, এবারের নির্বাচনে বিরোধী ববি ওয়াইনের ফিল্ড ভালো। সাড়া দেশে ভালো একটা নাড়া দিয়েছেন। আর এতে চিন্তিত মুসোভেনি। চিরাচরিত নিয়মে শুরু হয়ে গেছে বিরোধী পক্ষের ওপর দমন-পীড়ন। ববি ওয়াইনের সমর্থক বেশি এমন ১১টা শহরে করোনার অজুহাতে ২৬ ডিসেম্বর থেকে প্রচারনা নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে গত ১৮ নভেম্বর এবং ৩০ ডিসেম্বর দুই দফা ববিকে গ্রেপ্তার করা হয়। নানা জায়গায় সংহিসতায় এ পর্যন্ত ৩৭ মৃর্ত্যু এবং ৫০০র ওপরে আহত। অভিযোগ, পতকাল পর্যন্ত ববি ওয়াইনের প্রায় সকল প্রচারকর্মী দেহরক্ষি এবং সহকারিকে গ্রেপ্তার করা হয়েছে। মোটামুটি নিরুপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। এখন দেখার বিষয় ভোটটাও রাতের আঁধারে নিয়ে নেয়া হয় কিনা। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়