শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জ ইমারত শ্রমিকদের ভোট অনুষ্ঠিত

ফিরোজ আহম্মেদ: [২] উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। বুধবার সকাল ৯.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সদস্য সংখ্যা ২২২১ জন। এবারের ভোটে সভাপতি পদে তিনজন, সাধারন সম্পাদক পদে তিনজন সহ মোট পাঁচটি পদে ১৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। বিকাল ৪টার সময় ভোট কেন্দ্রে যেয়ে দেখা যায়, ভোটারদের দির্ঘ লাইন। তারা ১০টি বুথে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

[৩] ভোট দিতে আসা ইমারত শ্রমিকদের হেড মিস্ত্রী মতলেব হোসেন জানান, উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি। এর আগেও ইমারত শ্রমিকদের ভোট দেখেছি। এবার অন্যবারের থেকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং উৎসবমূখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে বলে জানান।

[৪] নির্বাচন পর্যবেক্ষক কালীগঞ্জ উপজেলা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সাধারন সম্পাদক শরিফুল ইসলাম জানান, সকাল থেকেই ভোটাররা শন্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। তবে দুপুর গড়ানোর সাথে সাথে ভোটারদের চাপ বাড়তে থাকে। ভোটারদের দির্ঘ লাইন পড়ে যায়। ভোটাররা স্বাস্থ্য বিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন বলে যোগ করেন এই শ্রমিক নেতা।

[৫] নির্বাচনে প্রিজাইর্ডি অফিসারের দ্বায়িত্ব পালন করছেন সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের সহাকারী অধ্যপক বাবলুর রহমান। নির্বাচন কমিনার হিসাবে দ্বায়িত্ব পালন করছেন মাই টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি আনিচুর রহমান মিঠু মালিতা এবং সদস্য সচিব হিসাবে রয়েছেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক আশিকুর রহমান সোহাগ।

[৬] নির্বাচন কমিনার আনিচুর রহমান মিঠু মালিতা জানান, আমরা সবার সহযোগীতায় একটি শন্তিপূর্ণ ভোট উপহার দেওয়ার চেষ্টা করছি। তবে ভোটারদের যে চাপ তাতে ভোট গ্রহন শেষে গণনা করে ফলাফল দিতে গভীর রাত হয়ে যেতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়