শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জ ইমারত শ্রমিকদের ভোট অনুষ্ঠিত

ফিরোজ আহম্মেদ: [২] উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। বুধবার সকাল ৯.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সদস্য সংখ্যা ২২২১ জন। এবারের ভোটে সভাপতি পদে তিনজন, সাধারন সম্পাদক পদে তিনজন সহ মোট পাঁচটি পদে ১৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। বিকাল ৪টার সময় ভোট কেন্দ্রে যেয়ে দেখা যায়, ভোটারদের দির্ঘ লাইন। তারা ১০টি বুথে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

[৩] ভোট দিতে আসা ইমারত শ্রমিকদের হেড মিস্ত্রী মতলেব হোসেন জানান, উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি। এর আগেও ইমারত শ্রমিকদের ভোট দেখেছি। এবার অন্যবারের থেকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং উৎসবমূখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে বলে জানান।

[৪] নির্বাচন পর্যবেক্ষক কালীগঞ্জ উপজেলা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সাধারন সম্পাদক শরিফুল ইসলাম জানান, সকাল থেকেই ভোটাররা শন্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। তবে দুপুর গড়ানোর সাথে সাথে ভোটারদের চাপ বাড়তে থাকে। ভোটারদের দির্ঘ লাইন পড়ে যায়। ভোটাররা স্বাস্থ্য বিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন বলে যোগ করেন এই শ্রমিক নেতা।

[৫] নির্বাচনে প্রিজাইর্ডি অফিসারের দ্বায়িত্ব পালন করছেন সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের সহাকারী অধ্যপক বাবলুর রহমান। নির্বাচন কমিনার হিসাবে দ্বায়িত্ব পালন করছেন মাই টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি আনিচুর রহমান মিঠু মালিতা এবং সদস্য সচিব হিসাবে রয়েছেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক আশিকুর রহমান সোহাগ।

[৬] নির্বাচন কমিনার আনিচুর রহমান মিঠু মালিতা জানান, আমরা সবার সহযোগীতায় একটি শন্তিপূর্ণ ভোট উপহার দেওয়ার চেষ্টা করছি। তবে ভোটারদের যে চাপ তাতে ভোট গ্রহন শেষে গণনা করে ফলাফল দিতে গভীর রাত হয়ে যেতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়