শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে পি আইসি গঠন ও দ্রুত ফসলরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

জাকারিয়া হোসেন: [২] শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জে দ্রুত ফসল রক্ষাবাধ নির্মাণ ও সরকারি ওয়েব পোর্টালে প্রকল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রকাশ, গণ শুনানির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের দাবিতে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি সুনামগঞ্জ শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে হাওর দূর্নীতির কারণে হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। তখন জেলার ২ লাখ হেক্টর জমির ধান বিনষ্ট হয়। এবছরও ১৭ সালের নমুনা দেখা যাচ্ছে। সময় পেরিয়ে যাচ্ছে কিন্ত বাঁধ নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে না। গণ শুনানি ছাড়াই প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে। কমিটি গঠনের ক্ষেত্রে কাবিটা নীতিমালা মানা হচ্ছে না।

[৪] আজ থেকে হাওরের প্রত্যেক বাধে কাজ শুরু করতে হবে। ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাধের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত ২০ ভাগ বাধের কাজ শুরু হয়নি। এখন পর্যন্ত অনেক প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়নি। এগুলো ভালো লক্ষন নয়। উল্লেখ্য জেলার ১১ টি উপজেলায় সংগঠনের সদস্যরা এক যুগে এ কর্মসুচি পালন করেছে।

[৫] হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহী চৌধুরী শুভর সঞ্চালানায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেন, গোপেন্দ্র সমাজপতি, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য, আরতি তালুকদার কলি, রমেন্দ্র কুমার দে, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীরসহ সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়