শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৯:১৬ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে মাধ্যমিকে ৭০ শতাংশ বই আসেনি

মঈন উদ্দীন: [২] জেলায় শুধু ৩০ শতাংশ বই এসেছে বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড থেকে। এবছর অষ্টম শ্রেণি বাদে সব শ্রেণির শিক্ষার্থীরা নতুন ক্লাসে নতুন বইয়ের ঘ্রাণ শুকেছে। তবে বাকির হিসেবে ৭০ শতাংশ বই এখনও আসেনি রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে। সংশ্লিষ্টরা বলছেন, বই কিছু কিছু করে আসছে। যে বইগুলো বাকি আছে সেগুলো আগামি ১৫ জানুয়ারির মধ্যে আসবে।

[৩] এরপরে বিদ্যালয় পর্যায়ে পাঠানো হবে। তখন বিদ্যালয় প্রধানরা তা শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন। তবে বই বিতরণ সম্পন্ন করেছে রাজশাহী প্রাথমিক শিক্ষা অফিস। তারা প্রতিটি স্কুলে বই পৌঁছানো ও বিতরণ সম্পন্ন করেছে। জানা গেছে- ২০২১ সালের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয় বছরের প্রথম দিনে। তবে বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড থেকে বই না আশা বিদ্যালয় পর্যায়ে বণ্টন সম্ভব হয়নি মাধ্যমিক পর্যায়ের।

[৪] এর মধ্যে ষষ্ঠ- সপ্তম শ্রেণি ছয়টা ও নবম শ্রেণির শিক্ষার্থীরা একটি করে বই পেয়েছে। আর বই আসলে বিদ্যালয়গুলোতে দ্রুত পৌঁছে দেওয়া হবে বলে জানান রাজশাহী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির ইসলাম। তিনি জানান, ‘৭০ শতাংশ বই এখানও আসেনি। ৩০ শতাংশ বই বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য পাঠানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সেগুলো বিতরণ করেছেন।

[৫] এবছর জেলায় ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল ৬৪ লাখ। এর মধ্যে অষ্টম ছাড়া সব শ্রেণির বই কিছু কিছু এসেছে।’ সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়