মোঃআদনান হোসেন: [২] বুধবার সকালে ৯ পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ১১ ফিল্ড এ্যাম্বুলেন্সের আয়োজনে উপজেলার ভালুম আতাউর রহমান স্কুল ও কলেজ মাঠে শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে হত দরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা, ঔষদ ও শীতবস্ত্র বিতরণ করা হয় ।
[৩] এই আয়ােজনের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষজ্ঞ,ডাক্তার দিয়ে সব ধরনের চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
[৪] বর্তমানে দেশের করােনা ভাইরাস সংক্রমনের চলমান পরিস্থিতিতে অসহায় দুঃস্থ এবং নিম্ন আয়ের মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মাঝে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে বলে প্রতীয়মান হয়।