তাবাসসুম সুইটি: [২] দেশটির পাঞ্জাব প্রদেশে দুই মানবাধিকার সংগঠনের কর্মীদের করা আবেদনের ভিত্তিতে, লাহোর হাই কোর্টের বিচারক আয়েশা মালিক ধর্ষণের প্রমাণে ‘টু ফিঙ্গার টেস্ট’ বাতিল ঘোষণার রায় দিয়েছেন। এ রায়ে বিচারক বলেন, এই টেস্ট নারীর জন্য অপমানজনক এবং এ টেস্টের ফরেনসিক গুরুত্বও তেমন নেই’। বিবিসি
[৩] দেশটির মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি ছিলো ধর্ষণের মামলায় চিকিৎসার অংশ হিসাবে বাধ্যতামূলকভাবে করা এই টেস্ট বাতিল করা। তাই আদালতের এ সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানিয়েছেন।
[৪] আবেদনকারীদের পক্ষের আইনজীবি সামীর খোসা এ বিষয়ে বিবিসিকে জানান, ‘আদালতের এ রায়ে পরিষ্কারভাবে প্রমাণিত, যৌন নিপীড়ণ প্রমাণের জন্য টু ফিঙ্গার টেস্ট কোনোভাবেই আবশ্যক নয়।’
[৫] সোমবার এই রায় ঘোষণার পর আশা করা হচ্ছে, দেশটির অন্যান্য প্রদেশেও এই টেস্ট বাতিল করা হবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল