শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান নিয়ে অতিভক্তি

মহিউদ্দিন আহমদ, ফেসবুক থেকে, ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম পাঁচটি প্রদেশ নিয়ে। প্রদেশগুলো হলো- পূর্ববঙ্গ, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর- পশ্চিম সীমান্ত প্রদেশ। তখন পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান নামের কোনো ভূখণ্ড ছিল না। ১৯৫৫ সালে পশ্চিম অংশের চারটি প্রদেশ মিলিয়ে একটি ইউনিট করার সিদ্ধান্ত হয়। এর নামকরণ হয় পশ্চিম পাকিস্তান। এর ধারাবাহিকতায় পূর্ব অংশের নাম হয় পূর্ব পাকিস্তান। ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তানের প্রথম সংবিধানে প্রদেশ দুটির নতুন নাম আনুষ্ঠানিকতা পায়।

বাঙালি মুসলমানের পাকিস্তানি জোশ শুরু থেকেই ছিল উৎকট রকম বেশি। তাদের 'রাজনৈতিক সচেতন' অংশটি আগবাড়িয়ে পূর্ববঙ্গ বলা বাদ দিয়ে শুরু থেকেই পূর্ব পাকিস্তান নাম জপ করতে শুরু করে। ফলে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তৈরি হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, ১৯৪৯ সালের ২৩ জুন তৈরি হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর ওই বছর ২৬ এপ্রিল তৈরি হয় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। পাকিস্তানের প্রতি এই অতিভক্তির কারণে এ অঞ্চলের মানুষকে অনেক মূল্য দিতে হয়েছে। ১৯৭১ সালের মার্চের আগপর্যন্ত তারা পূর্ব পাকিস্তান নামটি পরম মমতায় ব্যবহার করেছে।

আমার জানা মতে, পকিস্তান বা পূর্ব পাকিস্তান নাম, এবং কোনো উর্দু বা ইংরেজি শব্দ ব্যাবহার না করে বাংলা ভাষায় এ দেশে প্রথম যে রাজনৈতিক দলটি ১৯৬৮ সালে তৈরি হয়েছিল, তার নাম পুর্ব বাংলা শ্রমিক আন্দোলন। অন্য দলের লোকেরা এদের বলত সন্ত্রাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়