শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:২৭ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাইবার সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশে অর্থনীতি স্থিতিশীল করা যাবে না: পলক

মনিরুল ইসলাম: [২] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারাবিশ্বের কাছে বাংলাদেশ হবে সাইবার সিকিউরিটির কেন্দ্র । দেশের নিরাপত্তার জন্য যেমন সৈন্য দরকার তেমনি দেশের ইন্টারনেটকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করার জন্য সাইবার সিকিউরিটি দরকার।

[৩] মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর আইসিটি টাওয়ারে আয়োজিত ‘জাতীয় সাইবার ড্রিল-২০২০’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৪] তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকিং, স্বাস্থ্য, সিভিল অ্যাভিয়েশনসহ সব জায়গায় যেন সাইবার নিরাপত্তা আমাদের ছেলেমেয়েরাই দিতে পারে এজন্য একটা সাইবার সিকিউরিটি এক্সপার্ট গ্রুপ তৈরি করার জন্য বিশেষ উদ্যোগ নেব।

[৫] পলক বলেন, সারাবিশ্বে আমাদের ১ কোটি মানুষ কাজ করে। তারা কায়িক শ্রম দিয়ে বিশ মিলিয়ন ডলার পাঠায়। এক কোটি মানুষকে যদি আমরা আগামী ৪১ সালের মধ্যে আইটি বা ডিজিটাল সেক্টরে দক্ষ করতে পারি, তাহলে কত’শ মিলিয়ন ডলার আয় হতে পারে।

[৬] তিনি বলেন, তার জন্য কিন্তু বিদেশে যেতে হবে না। মিডল ইস্ট যেতে হবে না। ইউরোপ-আমেরিকা যেতে হবে না।

[৭] তিনি আরও বলেন, বিশ্বের এমন কিছু ছোট ছোট দেশ আছে, যাদের জনসংখ্যা ১০ থেকে ১৫ লাখ। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিংয়ের জন্য উন্নত দেশগুলো তাদেরকে হায়ার করছে। তাদের কোম্পানিকে হায়ার করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়