শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৬:৩৯ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনন্য মামুনকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে পরিচালক সমিতি

ইমরুল শাহেদ: নবাব এলএলবি ছবিতে অশ্লীলতা প্রদর্শন এবং পুলিশকে হেয় প্রতিপন্ন করার অভিযোগে কারাগারে রয়েছেন পরিচালক অনন্য মামুন। একই অভিযোগে তার সঙ্গে কারাগারে আছেন অভিনেতা শাহীন মৃধা। কিন্তু অশ্লীল দৃশ্যে অংশগ্রহণের কারণে স্পর্শ করা হয়নি অর্চিতা স্পর্শিয়াকে। অনন্য মামুনের গ্রেপ্তার হওয়া ও কারাগারে থাকা নিয়ে পরিচালক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, অনন্য মামুনকে সহযোগিতা করবেন না তারা।

এছাড়া পরিচালক সমিতি সম্প্রতি নির্বাহী পরিষদের এক আলোচনায় অনন্য মামুনকে পরিচালক সমিতির সদস্য হিসেবে আজীবনের জন্য নিষিদ্ধ করার একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। সম্ভবত ১৬ জানুয়ারি পরিচালক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রস্তাবটি পাস করিয়ে নেওয়া হবে এবং এই সাধারণ সভায় পরিচালক সমিতির নির্বাচনি তফসিলও ঘোষণা করা হবে। পরিচালক সমিতির একজন মুখপাত্র বলেছেন, শুধু পরিচালক সমিতি নয়, অনন্য মামুনকে নিষিদ্ধ করার জন্য প্রযোজক পরিবেশক সমিতিকেও অনুরোধ করা হবে।

তারাও এ ব্যাপারে উদ্যোগ নেবে বলে পরিচালক সমিতি মনে করে। নবাব এলএলবি ছবির শাহীন মৃধা ও অর্চিতা স্পর্শিয়ার কথোপকথনের সেই আলোচিত দৃশ্যটি এখনও বিভিন্ন এনড্রয়েড হ্যান্ডসেটে ঘুরাফিরা করছে। প্রশ্ন হচ্ছে, আগে নবাব এলএলবি ছবিটি আইথিয়েটারে বিভাজন করে নির্ধারিত সময়ে মুক্তি দেওয়া হলেও ছবি সংশ্লিষ্ট দু’একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিচ্ছেন যে, এখন পুরো ছবি দেখা যাচ্ছে। তারা দর্শককে ছবিটি দেখার জন্য উদ্বুদ্ধ করছেন। যাহোক, এর আগে অনন্য মামুনের মানবপাচারের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়ার পর পরিচালক সমিতি তাকে নিষিদ্ধ করে। সেই সময় তিনি অনেক আলাপ আলোচনার পর পরিচালক সমিতিতে একটি মুচলেকা দেন।

মুচলেকায় তিনি আর কোনো অপরাধ করলে, যা পরিচালক সমিতির ভাবমূর্তি ক্ষুণœ করে, তাহলে পরিচালক সমিতি তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করলেও তার কোনো আপত্তি থাকবে না। পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন সমিতির অনন্য মামুন বিষয়ক আলোচনায় সেই মুচলেকা পড়ে শোনান। অনন্য আলোচনা অনুষ্ঠিত হওয়ার ক’দিন আগে পরিচালক শাহ আলম কিরণ বলেন, অনন্য মামুনকে চলচ্চিত্রশিল্প থেকেই নিষিদ্ধ করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়