শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৮:৩৮ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদ্রাসায় বলাৎকার : চাচার প্ররোচনায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলে ছেলেটি! ক্ষমা চাইলেন বাবা

ডেস্ক রিপোর্ট : চাঁদপুরের কচুয়ায় মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে আনা শিশু নির্যাতনের ঘটনায় সেই শিক্ষক নির্দোষ প্রমাণিত হওয়ার পর মাদরাসা কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন অভিযোগ তোলা শিক্ষার্থীর বাবা। ভুক্তভোগী শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ তোলার পেছনে সেই শিক্ষার্থীর চাচার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন তার বাবা।

ইসলাম টাইমসকে এ তথ্য জানিয়েছেন সাতবাড়িয়া তালিমুল কুরআন মাদরাসার মোহতামিম মাওলানা হোসাইন আহমাদ।

 

মাওলানা হোসাইন আহমাদ বলেন, সেই ছেলের বাবা জানিয়েছেন, পড়াশোনায় অমনযোগীতা ও চাপ বোধের কারণে ভুক্তভোগী শিক্ষকের বিরুদ্ধে চাচার প্ররোচনায় এই অভিযোগ তোলে ছেলেটি। শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ তোলার পেছনে সেই শিক্ষার্থীকে তার ষড়যন্ত্রকারী চাচাই প্ররোচনা দিয়েছিলেন বলে জানিয়েছেন শিক্ষার্থীর বাবা রিপন আলী।

ক্ষমা চাওয়ার সময় ছেলেটির বাবা অনাকাঙ্খিত ঘটনার জন্য কেঁদে ফেলেন। শুরুতে তিনি নির্যাতনের শিকার শিক্ষকের বিরুদ্ধে মামলা করতে রাজি ছিলেন না বলে জানান। পরবর্তী ভাইয়ের প্ররোচণায় মামলা করেন।

গতকাল (১ জানুয়ারী) সন্ধ্যায় কচুয়া জামিয়া আহমদিয়ার মুহতামিম মাওলানা আবু হানিফার নেতৃত্বে মাদরাসার এক মিটিং-এ সাংবাদিক, আইনজীবীদের সামনে সিসি টিভি ফুটেজ দেখানো হয়। যেখানে ষড়যন্ত্রের শিকার সেই শিক্ষক নিদোর্ষ প্রমাণিত হন। এই মিটিং-এ এসব জানান সেই শিক্ষার্থীর বাবা।

সূত্রমতে জানা যায়, সেই শিক্ষার্থীর চাচা আমিনুল ইসলাম শিপন এলাকায় কিছুটা প্রভাবশালী ও ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত। এলাকায় কওমী মাদরাসাকে তিনি পছন্দ করেন না।

সূত্র জানায়, উস্তাদের নামে অভিযোগ তোলা শিক্ষার্থীটি অন্যান্য ছেলেদের তুলনায় পড়াশোনায় অমনোযোগী ও দুষ্ট। কিছুদিন আগে দুষ্টামির কারণে উস্তাদ তাকে শাসন করলে বাড়িতে গিয়ে সে অভিযোগ করলে তার চাচা আমিনুল ইসলাম শিপন এলাকার কয়েকজন গুণ্ডাকে নিয়ে মাদরাসায় হুজুরকে মারধরের জন্য আসেন। তখন মুহতামিম সাহেব সবাইকে বসিয়ে বিষয়টির মিমাংসা করেন। তারা সুযোগ না পেয়ে চলে যায়।

এর কিছুদিন পর ওই ছেলে রেহাল নিক্ষেপ করে দুষ্টুমি করে। উস্তাদ এসে তাকে ধমক দিলে চাচার প্ররোচণা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে উস্তাদের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ তোলে ছেলেটি।

ইতিপূর্বে আলেম বিদ্বেষ থাকলেও তা প্রকাশের কোন সুযোগ না পাওয়ায় সেই ছেলের অভিযোগকে ভিত্তি করে ছেলেটির চাচা এলাকাবাসীকে উস্কে দেয়। মাদরাসায় আক্রোমণ করে সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং সেই উস্তাদের উপর নির্যাতন করে।
সুত্র- ইসলামটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়