স্বপন দেব: [২] বৃহস্পতিবার বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
[৩] মোহাম্মদ জাকারিয়া ২৪তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা জেলা, নারায়নগঞ্জ জেলা, র্যাব, এপিবিএন ও এসপিবিএন-এ কাজ করেন।
[৪] তিনি আরও বলেন, যতদিন এ জেলায় কর্মরত থাকবো ততদিন জেলাবাসীর পাশে থেকে সেবা প্রদান করবেন। আইজিপি নির্দেশনা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক নির্মূল, পুলিশের মানবিক ও পেশাদার আচরণ বাস্তবায়ন, বিট পুলিশিং ও পুলিশের সার্বিক কল্যাণ নিশ্চিত করা ও উন্নত বাংলাদেশ গঠনে সরকারের সকল পদক্ষেপ বাস্তবায়নে চেষ্টা থাকবে। আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা একটা বড় চ্যালেঞ্জ।
[৫] এ সময় তিনি আগামী দিনগুলোতে জেলাবাসীকে সাথে নিয়ে শান্তিপূর্ণ মৌলভীবাজার গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তিনি আইনশৃংখলা রক্ষায় জেলা পুলিশকে সহায়তা করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। সম্পাদনা: জেরিন আহমেদ