শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০৪:২৮ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জরুরি ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

রাশিদুল ইসলাম : [২] ডিসেম্বরের শুরুতেই ফাইজার-বায়োএনটেকের কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু করেছে ব্রিটেন। তারপর যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নও সেই ভ্যাকসিন অনুমোদন করেছে। এবার জরুরি ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন করল হু। এর ফলে বিশ্বের প্রতিটি প্রান্তে সেই ভ্যাকসিন পাঠানো যাবে। ওয়াল

[৩] হু-এর এ্যাসিসটেন্ট ডিরেক্টর জেনারেল মারিয়ানগেলা সিমাও বলেন, এই ইতিবাচক পদক্ষেপ নেয়ায় বিশ্ব জুড়ে মানুষকে কোভিড ভ্যাকসিন দিতে সুবিধা হবে। যাদের আগে ভ্যাকসিন দেওয়া দরকার তাদের জন্য দ্রুত যথাস্থানে ভ্যাকসিন পৌঁছে দিতে হবে।

[৪] হু জানিয়েছে, তারা ফাইজারের ভ্যাকসিন অনুমোদন করার ফলে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার সুবিধা হবে। তারাও ওই ভ্যাকসিন অনুমোদন ও আমদানি করতে পারবে। ইউনিসেফ ও প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের মতো সংস্থাও এবার দ্রুত ওই ভ্যাকসিন সংগ্রহ করে বিভিন্ন দেশে পাঠাতে পারবে।

[৫] মারিয়ানগেলা সিমাও ফাইজারের টিকা অনুমোদনকে ইতিবাচক উল্লেখ করে বলেছেন আমরা রাতদিন পরিশ্রম করছি যাতে নিরাপদে ও কার্যকরভাবে টিকা বিভিন্ন দেশে সময়মত পৌঁছে দেয়া যায়।

[৬] ‘হু’ তার এই টিকা দান কর্মসূচি পর্যালোচনা ও যাচাই বাছাইয়ের জন্যে বিভিন্ন সংস্থাকে আহবান জানাচ্ছে বলে জানান সিমাও।

[৭] আগামী ৫ জানুয়ারি টিকা নিয়ে নীতি নির্ধারণের জন্যে ও সুপারিশ দিতে ‘হু’এর স্ট্রাটেজিক এ্যাভাইজরি গ্রুপের বিশেষজ্ঞরা বৈঠকে বসছেন।

[৮] তবে ফাইজারের টিকা মাইনাস ৬০ থেকে মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বলে অনেক দেশে এ ব্যবস্থাপনা না থাকায় দেশগুলোর পক্ষে তা ব্যবহার করার সুযোগ হবে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়