স্বপন দেব: [২] জেলায় নতুন যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াকে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জেলা প্রশাসক ফুল দিয়ে বরণ করে নেন।
[৩] এ সময় জেলা প্রশাসক এবং নব-যোগদানকৃত পুলিশ সুপার মৌলভীবাজার জেলার আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সর্বোচ্চ সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
[৪] পারস্পরিক সহায়তার মাধ্যমে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অঙ্গিকার ব্যক্ত করেন নব যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। নতুন যোগদানকৃত পুলিশ সুপারের এবং জেলা পুলিশের সার্বিক সফলতা কামনা করেন জেলা প্রশাসক।