শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে এবার টেস্টে অভিষেক হচ্ছে নটরাজনের

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে নেট বোলার হিসেবে জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার সুযোগ পেয়ে যান টি নটরাজন। পরে বরুণ চক্রবর্তী ছিটকে যাওয়ায় টি-২০ স্কোয়াডে ঢুকে পড়েন তরুণ পেসার। সাইনির পিঠে সমস্যা দেখা দেওয়ায় ব্যাকআপ পেসার হিসেবে ওয়ান ডে স্কোয়াডেও ঢোকেন তিনি।

[৩] অস্ট্রেলিয়ায় প্রথমে ওয়ান ডে অভিষেক হয় নটরাজনের। পরে টি-২০ ক্রিকেটেও জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ করেন তিনি। এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় ভারতের নতুন ইয়র্কার স্পেশালিস্ট। এক্ষেত্রেও নেট বোলার থেকেই টেস্ট ক্যাপ হাতে পেতে চলেছেন নটরাজন।

[৪] সীমিত ওভারের সিরিজের পর বাকিরা দেশে ফিরলেও ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও টি নটরাজনকে নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় থেকে যেতে বলে টিম ম্যানেজমেন্ট। অ্যাডিলেডের প্রথম টেস্টে মহম্মদ শামি চোট পাওয়ায় মেলবোর্নে টেস্ট অভিষেক হয় মোহম্মদ সিরাজের। এবার মেলবোর্ন টেস্টে উমেশ যাদবের চোটের জন্য নটরাজনের ভাগ্যে শিকে ছিঁড়তে চলেছে।

[৫] ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তৃতীয় টেস্টে উমেশ যাদবের পরিবর্তে মাঠে নামতে চলেছেন নটরাজন। ‘উমেশ যাদবের স্ক্যান রিপোর্ট হাতে এসেছে। ও সম্ভবত তৃতীয় টেস্টেও মাঠে নামতে পারবে না। শেষ টেস্টের আগে সপ্তাহ দু’য়েক সময় রয়েছে। শেষ টেস্টে মাঠে ফেরার চেষ্টার রয়েছে উমেশ।’

[৬] সম্ভাব্য পরিবর্ত নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হাতে খুব বেশি বিকল্প না থাকায় টিম ম্যানেজমেন্ট টি নটরাজনকে টেস্ট দলে চাইতে পারে।’ - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়