শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু ১৮ জানুয়ারি, রাষ্ট্রপতি ভাষণ দিবেন

মনিরুল ইসলাম : [২] রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৮ জানুয়ারি সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

[৩] এদিকে, ২০২১ সালে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন। সংবিধানের ৭৩(২) অনুচ্ছেদ অনুযায়ী ‘প্রত্যেক বৎসর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করিবেন’। এই বিধান অনুযায়ী রাষ্ট্রতি আব্দুল হামিদ সংসদ অধিবেশনে ভাষণ দিবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের আইন শাখা।

[৪] জানা গেছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনে যে ভাষণ দিবেন তাতে ১০টি বিষয় গুরুত্ব পাবে। তার উল্লেখ্য যোগ্য হচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনৈতিক চিত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও এজন্য গৃহীত কর্মসূচি। প্রশাসনিক নীতি-কৌশল উন্নয়ন দর্শন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও সাফল্য। রূপকল্প-২০২১ বাস্তবায়নে গৃহীত কর্মসূচি এবং রূপকল্প-২০৪১ প্রণয়ন। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি। দেশে-বিদেশে কর্মসংস্থান।

[৫] উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের দশম (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ) অধিবেশন গত ৮ নভেম্বর শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস এ অধিবেশন চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়