শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু ১৮ জানুয়ারি, রাষ্ট্রপতি ভাষণ দিবেন

মনিরুল ইসলাম : [২] রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৮ জানুয়ারি সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

[৩] এদিকে, ২০২১ সালে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন। সংবিধানের ৭৩(২) অনুচ্ছেদ অনুযায়ী ‘প্রত্যেক বৎসর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করিবেন’। এই বিধান অনুযায়ী রাষ্ট্রতি আব্দুল হামিদ সংসদ অধিবেশনে ভাষণ দিবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের আইন শাখা।

[৪] জানা গেছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনে যে ভাষণ দিবেন তাতে ১০টি বিষয় গুরুত্ব পাবে। তার উল্লেখ্য যোগ্য হচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনৈতিক চিত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও এজন্য গৃহীত কর্মসূচি। প্রশাসনিক নীতি-কৌশল উন্নয়ন দর্শন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও সাফল্য। রূপকল্প-২০২১ বাস্তবায়নে গৃহীত কর্মসূচি এবং রূপকল্প-২০৪১ প্রণয়ন। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি। দেশে-বিদেশে কর্মসংস্থান।

[৫] উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের দশম (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ) অধিবেশন গত ৮ নভেম্বর শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস এ অধিবেশন চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়