শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেমকন সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষিত

অনলাইন রিপোর্ট: জেমকন সাহিত্যি পুরস্কার ২০২০ ঘোষিত হলো। করোনা মহামারিকালে কোনও অনাড়ম্বর আয়োজন নয়, ভিডিও বার্তায় এ ঘোষণা দিলেন জেমকন গ্রুপের পরিচালক বাংলা ট্রিবিউনের প্রকাশক ও কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ। শনিবার বিকাল ৩টায় এ ঘোষণা দেওয়া হয়।

এবার জেমকন তরুণ কবিতা পুরস্কার ২০২০ পেয়েছেন তরুণ কবি হাসনাইন হীরা তাঁর ‘বাঁক বাচনের বৈঠা’ পাণ্ডুলিপির জন্য। জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০২০ যৌথভাবে পেয়েছেন জব্বার আল নাঈম তাঁর ‘জীবনের ছুটি নেই’ এবং ধ্রুপদি রিপন তাঁর ‘সম্পর্ক আপন-পর’ পাণ্ডুলিপির জন্য। জেমকন সাহিত্য পুরস্কার ২০২০ পেয়েছেন ‘আগস্ট আবছায়া’ উপন্যাসের জন্য কথাসাহিত্যিক মাসরুর আরেফিন।

জেমকন সাহিত্য পুরস্কার ২০২০-এর সম্মানিত জুরি ছিলেন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, ওয়াসি আহমেদ, মামুন হুসাইন, সরিফা সালোয়া ডিনা, আহমাদ মোস্তফা কামাল।

জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০২০-এর সম্মানিত জুরি ছিলেন কথাসাহিত্যিক পারভেজ হোসেন অনিরুদ্ধ কাহালি, মোস্তফা তারিকুল আহসান, হামীম কামরুল হক, আফসানা বেগম।

জেমকন তরুণ কবিতা পুরস্কার ২০২০-এর সম্মানিত জুরি ছিলেন কবি মোহাম্মদ সাদিক, আসাদ মান্নান, কবির হুমায়ূন, জফির সেতু ও মোস্তাক আহমেদ দীন।

জেমকন সাহিত্য পুরস্কার-২০২০ এর জন্য প্রথমে কবিতা, গল্প ও উপন্যাসের ২০১৯ সালের প্রকাশিত গ্রন্থ থেকে ১৫ টি গ্রন্থ নিয়ে দীর্ঘ তালিকা প্রস্তুত করা হয় দীর্ঘ তালিকা থেকে সংক্ষিপ্ত তালিকায় সাতটি গ্রন্থকে নির্বাচন করা হয়। সেখান থেকে সম্মানিত জুরিদের মধ্য থেকে একটি গ্রন্থকে ঐ বছরের শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে পুরস্কৃত করা হয়।

প্রসঙ্গত ২০০০ সালে জেমকন গ্রুপ এই পুরস্কার প্রবর্তন করে। বিশেষ করে তরুণ কবি ও কথাসাহিত্যিকদের উৎসাহ দেবার জন্য প্রথম পাণ্ডুলিপিকে পুরস্কার প্রদান করা হয়। ২০২০ এসে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত বাংলাদেশের একটি সৃষ্টিশীল গ্রন্থকে পুরস্কৃত করা হয়। কুড়ি বছরের এই দীর্ঘ পথ পরিক্রমায় এটিই একমাত্র পুরস্কার যার ধারাবাহিকতা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

২০০৩ সাল থেকে প্রবর্তন করা হয় বছরের শ্রেষ্ঠ গ্রন্থকে পুরস্কৃত করা। যার নাম ‘জেমকন সাহিত্য পুরস্কার’ এ বছর এই পুরস্কারের ১৮ তম পূর্তি। এ পর্যায়ে যারা সম্মানিত হয়েছেন তারা হলেন মামুন হুসাইন (২০০৩), প্রয়াত লেখক শহীদুল জহির (২০০৪)। সৈয়দ মনজুরুল ইসলাম (২০০৬), সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক (২০০৭), প্রয়াত সেলিম আল দীন (২০০৮), নির্মলেন্দু গুণ (২০০৯), ওয়াসি আহমেদ (২০১০), পারভেজ হোসেন (২০১১), জাকির তালুকদার(২০১২) আহমাদ মোস্তফা কামাল(২০১৩), হাসান আজিজুল হক (২০১৪), সালমা বাণী (২০১৫), মঈনুল আহসান সাবের (২০১৬) ও মোহাম্মদ রফিককে (২০১৭) প্রশান্ত মৃধা (২০১৮) শাহীন আখতারকে (২০১৯) জেমকন সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়