শরীফ শাওন: [২] হল বন্ধ রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরসহ বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষার সিদ্ধান্তে দীর্ঘদিন থেকেই ক্ষোভ প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আবাসন ও পরিবহন নিশ্চিত করে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগণগুলো।
[৩] শুক্রবার বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে একই দাবি জানায়। একই দাবি জানিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
[৪] উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ব্যাক্তিগতভাবে দাবিগুলোর বিষয়ে আমিও একমত। তবে একার পক্ষে এ সিদ্ধান্ত নেয়া সম্ভব না। একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করা হবে।