শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়ছে দেশীয় মাছ

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রবাহমান পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রতিনিয়তই ধরা পড়ছে বড় বড় কাতলা, বোয়াল, রুই,পাঙ্গাস, বাঘাইড়সহ বিভিন্ন প্রজাতির দেশীয় সুস্বাদু মাছ।

[৩] গত কয়েকদিনের ন্যায় বুধবার (২২ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের অদুরে কার্গো ঘাটায় পাবনার জেলে কৃষ্ণ হালদারে জালে ১৮কেজি ৭শ গ্রাম ওজনের ১টি কাতলা এবং পদ্মা ও যমুনা নদীর মোহনায় মানিকগঞ্জের হরিরামপুরের জেলে বিকাশ হালদারে জালে ২০কেজি ৫শ গ্রাম ্ওজনের ১টি কাতলা মাছ ধরা পড়ে।

[৪] পরে (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত মৎস আড়ৎ এ মাছ দুটি আনলে উন্মুক্ত নিলামে ফেরি ঘাটের মৎস ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া সম্রাট ২০কেজি ৫শ গ্রাম ওজনের কাতল মাছটি ১৫শ টাকা কেজি দরে ৩০হাজার ৭শ ৫০টাকা দিয়ে ক্রয় করে তাৎক্ষনিক ভাবে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১৭শ টাকা কেজি দরে ৩৪হাজার ৮শ ৫০টাকায় বিক্রি করেন।

[৫] এবং ১৮ কেজি ৭শ গ্রাম ওজনের অপর কাতল মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪শ টাকা কেজি দরে ২৬হাজার ১শ ৮০টাকায় কিনে বেশী লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১৫শ টাকা কেজি দরে ২৮হাজার ৫০টাকায় বিক্রি করেন।

[৬] এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, “এ মৌসুমে পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও এখন মাঝে মধ্যেই বড় বড় রুই, কাতলা, বাঘাইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মিঠাপানির সুস্বাদু বড় মাছ পাওয়া যাবে, তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ সাধারণত নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়