কামরুল আহসান: বাংলাদেশের সাহিত্য-পুরস্কার কীভাবে দেওয়া হয়? কর্তৃপক্ষই কি যোগ্য লোকটিকে খুঁজে বের করে নাকি যোগ্য- লোকটিকেই আবেদন জানাতে হয় পুরস্কার পাওয়ার জন্য?
বাংলাদেশের কিংবদন্তিতুল্য অনুবাদক জিএইচ হাবীব। মার্কেসের নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসটির বিস্ময়কর অনুবাদ করেছেন। তাঁর আরো একটি বিখ্যাত অনুবাদগ্রন্থ ইয়স্তেন গার্ডারের ‘সোফির জগত’। গ্রন্থ দুটি প্রকাশিত হয়েছে বিশ বছর হয়ে গেছে। অদ্যবদি এ দুটো গ্রন্থের জন্য তিনি কোনো পুরস্কারে ভূষিত হন নাই। অথচ এর যেকোনো একটির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারও পেতে পারতেন। গতবারও তার একটি অত্যন্ত পরিশ্রম-সাধ্য কাজ প্রকাশিত হয়েছে, উমবের্তো একোর ‘গোলাপের নাম’।
জি এইচ হাবীব পুরস্কার পান না, অথচ নাম জানি না এমন অনেকে, এমন কি সেদিন লেখালেখি করতে এসেছে এমন অনেকে দেখছি বেশ কয়েকটি পুরস্কার পেয়ে গেছে। এতোটুকু জানি বাংলাদেশে যেকোনো পুরস্কার পেতে হলে যোগাযোগ ভালো থাকতে হয়। হাবীব স্যারের তেমন যোগাযোগ নেই, সারাদিন পড়াশোনা করে কূল পান না যোগাযোগ করবেন কখন? ফেসবুক থেকে