শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হামিদুল মেম্বারকে বুকের বাম পাশে ৪টি গুলি করে রবি : সিআইডি

ইসমাঈল ইমু : [২] গোপালগঞ্জের চাঞ্চল্যকর হামিদুল হক মেম্বার হত্যা মামলার প্রধান আসামি রবিউল শরীফ ও তার সহযোগী আমির মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাতে পুরান ঢাকার পাটুয়াটলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] সিআইডির সহকারী পুলিশ সুপার মো. জিসান জানান, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হামিদুল হককে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরপরই সিআইডি ছায়া তদন্ত শুরু করে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্যের ভিত্তিতে সিআইডি জানায়, মূল আসামি রবি শরীফ গত ১১ ডিসেম্বর তার পূর্ব পরিচিত যশোরবাসী চশমার দোকানের মালিক আমির মোল্লাকে মোটরসাইকেল যোগে যশোর থেকে গোপালগঞ্জ পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করে। তখন তার কথামতো আমির মোল্লা তার মোটরসাইকেল নিয়ে যশোর সদর হাসপাতালের সামনে আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে অপেক্ষা করতে থাকে।

[৫] সিআইডি জানায়, গোপিনাথপুর বাজার থেকে হামিদুল হক মেম্বার সন্ধ্যা ৭টার দিকে ভ্যানে চড়ে স্থানীয় হাইস্কুল গেটের সামনে গেলে রবি শরীফ কাজের কথা বলে অপেক্ষা করতে বলেন। এর কয়েক মিনিটের মধ্যে ভ্যানে চড়ে থাকা হামিদুল হক মেম্বারকে কাছ থেকে পিস্তল দিয়ে বুকের বাম পাশে চারটি গুলি করেন রবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়