শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হামিদুল মেম্বারকে বুকের বাম পাশে ৪টি গুলি করে রবি : সিআইডি

ইসমাঈল ইমু : [২] গোপালগঞ্জের চাঞ্চল্যকর হামিদুল হক মেম্বার হত্যা মামলার প্রধান আসামি রবিউল শরীফ ও তার সহযোগী আমির মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাতে পুরান ঢাকার পাটুয়াটলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] সিআইডির সহকারী পুলিশ সুপার মো. জিসান জানান, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হামিদুল হককে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরপরই সিআইডি ছায়া তদন্ত শুরু করে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্যের ভিত্তিতে সিআইডি জানায়, মূল আসামি রবি শরীফ গত ১১ ডিসেম্বর তার পূর্ব পরিচিত যশোরবাসী চশমার দোকানের মালিক আমির মোল্লাকে মোটরসাইকেল যোগে যশোর থেকে গোপালগঞ্জ পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করে। তখন তার কথামতো আমির মোল্লা তার মোটরসাইকেল নিয়ে যশোর সদর হাসপাতালের সামনে আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে অপেক্ষা করতে থাকে।

[৫] সিআইডি জানায়, গোপিনাথপুর বাজার থেকে হামিদুল হক মেম্বার সন্ধ্যা ৭টার দিকে ভ্যানে চড়ে স্থানীয় হাইস্কুল গেটের সামনে গেলে রবি শরীফ কাজের কথা বলে অপেক্ষা করতে বলেন। এর কয়েক মিনিটের মধ্যে ভ্যানে চড়ে থাকা হামিদুল হক মেম্বারকে কাছ থেকে পিস্তল দিয়ে বুকের বাম পাশে চারটি গুলি করেন রবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়