শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুবি’তে  গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

বিল্লাল হোসেন : [২] দেশের ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

[৩] শনিবার (১৯ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৯ জন ভিসির উপস্থিতিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মান বণ্টন ও পরীক্ষা পদ্ধতিসহ এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

[৪] সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা শেষে তাদের নিজস্ব শর্তসাপেক্ষে শিক্ষার্থী ভর্তি নিবে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোন পদ্ধতিতে এবং মেধাতালিকার কোন পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তি  নিবেন সে বিষয়ে উপাচার্য বলেন, ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট না থাকলেও নিজ বিভাগে পরিক্ষা দিয়ে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে।

[৫] এতে বিজ্ঞান ইউনিটের জন্য বাংলা-১০, ইংরেজি-১০, পদার্থ বিজ্ঞান-২০, রসায়ন-২০, গণিত, জীববিজ্ঞান,আইসিটি-৪০ সহ সর্বমোট ১০০। ব্যবসায় ইউনিটের জন্য বাংলা-১৩, ইংরেজি-১২, হিসাববিজ্ঞান-২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২৫, আইসিটি-২৫, সহ সর্বমোট ১০০ এবং মানবিক শাখায় বাংলা-৪০, ইংরেজি-৩৫, আইসিটি-২৫, সহ সর্বমোট ১০০ নম্বরের এমসিকিউ পরিক্ষা অনুষ্ঠিত হবে।

[৬] তবে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিকে আইসিটি আবশ্যিক এবং সাধারণ জ্ঞান আবশ্যিক না হওয়ায় এবারের ভর্তি পরিক্ষায় আইসিটিকে সিলেবাস ভুক্ত করা হয়েছে।

[৭] এদিকে স্বাধীন শর্ত আরোপের সুযোগ থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের আবেদনের অনুমতি না রাখলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সে সুযোগ পাবেন।

[৮] এতে মেধাতালিকায় প্রথমদিকের শিক্ষার্থীরা পছন্দমত বিশ্ববিদ্যালয়ে এবং স্কোর অনুযায়ী আবেদনের যোগ্যতা পুরণ করলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ  পাবেন। এক্ষেত্রে পরীক্ষায় কোন পাস মার্ক না থাকায় এবারের পরিক্ষায় মেধাতালিকার যে কোন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

[৯] উল্লেখ্য,  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিবারের ন্যায় এবারও নির্দিষ্ট বিষয়সমূহে কন্ডিশন মার্ক থাকবে বলে নিশ্চিত করেছেন উপাচার্য। সর্বপরি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় প্রতিবারের ন্যায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সে বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীরা আবেদন করতে পরবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়