শরীফ শাওন: [২] বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (বিপিএমসি) এই উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে ১০ ডিসেম্বর। এতে ৫১ শতাংশ শেয়ার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোম্পানি আরপিসিএল এবং চীনের সেনজেন স্টার কোম্পানির ৪৯ শতাংশ শেয়ার রয়েছে। তারা যৌথভাবে কাজটি করবে।
[৩] শনিবার উৎপাদন কার্যক্রম উদ্বোধনকালে জানানো হয়, এক শিফটে কাজ করলে বছরে ১৩ লাখ মিটার সংযোগ করা সম্ভব। তবে তিন শিফটে ৩৯ লাখ মিটার উৎপাদন করা যেতে পারে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) গ্রাহক সংখ্যা প্রায় তিন কোটি।
[৪] বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিপিএমসি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা শুধু মিটার না, অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ বানাবো। এ লক্ষ্যে সরকারিভাবে দুটি সংযোজন কারখানা স্থাপন করেছি এবং প্রতিযোগিতামূলক দরে মিটার ক্রয়ের ব্যবস্থা রেখেছি।
[৫] সচিব হাবিবুর রহমান বলেন, বিদ্যুৎখাতের গতিশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতায় প্রিপেইড মিটারের উৎপদান শুরু হয়েছে, এতে বিদ্যুতে সিস্টেম লস কমে আসবে।
[৬] বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, উদ্যোগটির ফলে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো সহজে মিটার পাবে।
[৭] আরপিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সবুর বলেন, বিতরণ কোম্পানির জন্য অনেক ধরনের যন্ত্রাংশের প্রয়োজন হয়, পর্যায়ক্রমে এগুলো উৎপাদন শুরু করতে চাই। সম্পাদনা: বাশার নূরু