শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দেশেই স্মার্ট প্রিপেইড মিটারের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে বিপিএমসি

শরীফ শাওন: [২] বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (বিপিএমসি) এই উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে ১০ ডিসেম্বর। এতে ৫১ শতাংশ শেয়ার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোম্পানি আরপিসিএল এবং চীনের সেনজেন স্টার কোম্পানির ৪৯ শতাংশ শেয়ার রয়েছে। তারা যৌথভাবে কাজটি করবে।

[৩] শনিবার উৎপাদন কার্যক্রম উদ্বোধনকালে জানানো হয়, এক শিফটে কাজ করলে বছরে ১৩ লাখ মিটার সংযোগ করা সম্ভব। তবে তিন শিফটে ৩৯ লাখ মিটার উৎপাদন করা যেতে পারে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) গ্রাহক সংখ্যা প্রায় তিন কোটি।

[৪] বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিপিএমসি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা শুধু মিটার না, অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ বানাবো। এ লক্ষ্যে সরকারিভাবে দুটি সংযোজন কারখানা স্থাপন করেছি এবং প্রতিযোগিতামূলক দরে মিটার ক্রয়ের ব্যবস্থা রেখেছি।

[৫] সচিব হাবিবুর রহমান বলেন, বিদ্যুৎখাতের গতিশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতায় প্রিপেইড মিটারের উৎপদান শুরু হয়েছে, এতে বিদ্যুতে সিস্টেম লস কমে আসবে।

[৬] বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, উদ্যোগটির ফলে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো সহজে মিটার পাবে।

[৭] আরপিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সবুর বলেন, বিতরণ কোম্পানির জন্য অনেক ধরনের যন্ত্রাংশের প্রয়োজন হয়, পর্যায়ক্রমে এগুলো উৎপাদন শুরু করতে চাই। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়