শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছরের মাঝামাঝিতে ১৯০ টি দেশে টীকা প্রদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশাবাদ

ভয়েস অব আমেরিকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে, তারা করোনাভাইরাসের বিভিন্ন টীকার দু শো কোটি ডোজ পেয়েছে। সংস্থাটির মহাপরিচালক বলছেন, তার মানে হচ্ছে তারা আগামী বছরের প্রথমার্ধেই প্রায় ১৯০টি দেশের জনগোষ্ঠীকে টীকা প্রদানে সমর্থ হবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে, তারা করোনাভাইরাসের বিভিন্ন টীকার দু শো কোটি ডোজ পেয়েছে। সংস্থাটির মহাপরিচালক বলছেন, তার মানে হচ্ছে তারা আগামী বছরের প্রথমার্ধেই প্রায় ১৯০টি দেশের জনগোষ্ঠীকে টীকা প্রদানে সমর্থ হবেন।

জন্স হপকিন্সের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের মতে গোটা বিশ্বে এখন পর্যন্ত সাড়ে সাত কোটিরও বেশি লোক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। সংক্রমণের পরিমাপে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে, এই সংখ্যা এক কোটি পঁচাত্তর লক্ষ। এক কোটি লোকের সংক্রমণ নিয়ে ভারতের স্থান দ্বিতীয় এবং ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে, সেখানে সংক্রমিত হয়েছে একাত্তর লক্ষ লোক। দক্ষিণ কোরিয়ায় এক নাগাড়ে পর পর চারদিন এক হাজারেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে।

এ দিকে ক্যালিফোর্নিয়ার পালো অল্টোর স্ট্যানফর্ড মেডিকেল সেন্টারের আবাসিক স্বাস্থ্যকর্মীদের এবং নার্স ও শ্বাস-প্রশ্বাস বিষয়ক থেরাপিস্টসহ, সম্মুখসারির পেশাজীবী চিকিৎসা কর্মীদের করোনাভাইরাসের টীকা প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত না করায় তারা গতকাল প্রতিবাদ বিক্ষোভ জানিয়েছেন। স্ট্যানফর্ড এ জন্যে ক্ষমা প্রার্থনা করেছে এবং এ অবস্থা অবিলম্বে ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছে। তুরস্কের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম জানিয়েছে যে, কোভিড-১৯ রোগীদের যেখানে চিকিৎসা করা হচ্ছিল সেই রকম এক নিবিড় চিকিৎসা ইউনিটে অগ্নিকাণ্ডে আটজন প্রাণ হারিয়েছে। সেখানকার আনাদুলু বার্তা সংস্থা বলেছে, তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়াতেপে সাঙ্কো ইউনিভার্সিটি হাসপাতালে আজ একটি অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে আগুন লেগে যায়। হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে ১৪ জন রোগিকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গ্রন্থনা: ফরহাদ বিন নূ্র

  • সর্বশেষ
  • জনপ্রিয়