শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবিউল আলম: অর্থনীতির গতিপথ বদলে দেওয়া পদ্মা সেতু, সরকারবিরোধী শক্তিসমূহ এবং কয়েকটি প্রশ্ন

রবিউল আলম: পদ্মা সেতুর টোল কতো, আর সেতুর ব্যয় কতো? রেল কেন সিঙ্গেল হলো, ১০ বছর সময় কেন লাগলো? প্রশ্ন শুরু হয়েগেছে। কারা করছে তাও আমাদের সবার জানা, কারা এই অপপ্রচারের অংশ নিতে পারে, তাও আমাদের সবার জানা। প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্নগুলো কি যথার্থ? রাশিয়ায় ১৯ কিলোমিটারের সেতুতে টোল নাই, ডাবল রেলট্র্যাক, সময় ৪ বছর। টোল কতো হবে, তা বলতে পারেন নাই, চীনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, গরিব দেশটাকে চীনই গিলে খেয়ে ফেলবে ঋণের জর্জরিত করে। আধুনিক যুগে সিঙ্গেল গেজের রেল সেতু নিয়ে দেশ বিপদে পড়বে, বিপদে ফেলানো হচ্ছে ইত্যাদি। কারা বলছেন? যারা পদ্মা সেতু নিয়ে শেখ হাসিনাকে মিথ্যা স্বপ্ন দেখানোর প্রশ্ন তুলেছিলেন। যারা পদ্মা সেতুকে জোরাতালির সেতু বলেছিলেন। বিশ্বব্যাংকের টাকা বন্ধ করার ইন্ধন যুগিয়েছিলেন। যারা পদ্মা সেতুতে উঠবেন না বলে ঘোষণা করেছিলেন। যারা এক সময় আসামের ভূপেন হাজারিকা সেতুর সাথে তুলনা করে পদ্মা সেতুর ব্যয় হিসাব দেখাতেন। আমরা এখন সবই জানি পদ্মাসেতু সম্পর্কে।

পৃথিবীর সবচেয়ে স্রোতধার নদী পদ্মায় সেতু হবে না বলেই ঘোষণা করেছিলন সেতু প্রতিষ্ঠার কাজে নিয়জিত চায়না মেজর কোম্পানি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের প্রকৌরশলী জামিলুর রেজা চৌধুরী এবং স্বয়ং আল্লাপাক রাব্বুল আলামিন আমাদের পদ্মা সেতু করে দিয়েছেন বলতে পারেন। রেল কেমনে চলবে, কতো টাকা টোল হবে, কোথা থেকে টাকা আসলো, মাতারবাড়ী কেন গভীর সমুদ্রবন্দর হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবর্জনা কোথায় যাবে? বাংলাদেশ সিঙ্গাপুর হলে গরিব মানুষ কোথায় যাবে? প্রশ্নের ধরন দেখলে আমার আর বাঁচতে ইচ্ছে করে না! এ আমি কোন দেশ, কোন জাতির মাঝে আছি?

জাতির জনক এই জাতিকে নিয়েই এই দেশটা স্বাধীন করেছিলেন, বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। আপনারদের কি চোখে পড়ে না শেখ হাসিনার যমুনায় একটা ডাবল গেজের রেললাইন করার জন্য জাপানের সাথে চুক্তি করে ফেলেছে। শেখ হাসিনার ভাবনার বিষয় দুই হাজার একচল্লিশ সাল। আপনারদের নেত্রীর মতো এতিমের টাকা চুরি আর হাওয়া ভবনের নয়। পদ্মা সেতু নিয়ে প্রশ্ন তোলার আগে একটি ফ্লাইওভার নির্মাণ, নির্মাণের পরিকল্পনার রেকর্ড হাজির করতে পারলে এ জীবনে আর কলম ওঠাবো না, লেখা অনেক দূরের প্রশ্ন।

লেখক : মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়