শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি পেল ‘বিশ্বসুন্দরী’ ও রুপসা নদীর বাঁকে, অপেক্ষায় আরো ৩টি ছবি

ইমরুল শাহেদ: বলতে গেলে এখন পর্যন্ত ডিসেম্বর মাসে মুক্তির তালিকায় থাকবে পাঁচটি ছবিই। প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে আমি তোমার রাজা তুমি আমার রাণী ও ঘোর নামে একটি ছবি। এসব ছবিতে উল্লেখযোগ্য কোনো তারকা নেই। সমিতির পূর্ব নির্ধারিত শিডিউল অনুসারে মুক্তি পেয়েছে বিশ্বসুন্দরী ছবিটি।

এই ছবিতে পরী মনি ও সিয়াম আছে। এই খরার মধ্যেও ছবিটি ২৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। কথা ছিল তানভীর মোকাম্মেল পরিচালিত রুপসা নদীর বাঁকে ছবিটিও এদিনই মুক্তি পাবে। কিন্তু প্রযোজক পরিবেশক সমিতি জানিয়েছে, এই ছবিটি মুক্তির জন্য কোনো শিডিউল চাওয়া হয়নি।

প্রদর্শক সমিতির একজন কর্মকর্তা জানালেন, তানভীর মোকাম্মেলের ছবিতো প্রদর্শিত হয় পাবলিক লাইব্রেরীতে। সিনেমা হলে মুক্তি পায় না। এরপরই কথা হয়েছে তানভীর মোকাম্মেলের সঙ্গে। তিনি বলেন, তার ছবিটি পাবলিক লাইব্রেরী ছাড়াও ঢাকার একাধিক সিনেপ্লেক্স এবং চট্টগ্রামে তার ছবিটি মুক্তি পেয়েছে। এছাড়া শাকিব খান, মাহিয়া মাহী ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত নবাব এলএলবি ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ওটিটি প্ল্যাটফর্ম আইথিয়েটারে মুক্তি পাবে। ইতোমধ্যে ছবিটির টিজার রিলিজ করা হয়েছে। পরিচালক অনন্য ফেসবুক লাইভে এসে ছবিটির খুঁটিনাটি নিয়ে কথা বলতে শুরু করেছেন।

কোভিড মহামারীর মধ্যে চলচ্চিত্র বিনোদনের জন্য ওটিটি প্ল্যাটফর্মকে নিরাপদ মনে করা হলেও সিনেমা হলে বসে বিনোদন উপভোগ করা আর ওটিটিতে বিনোদন উপভোগ করা একেবারেই ভিন্ন। ভারতেও ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি দেওয়া হচ্ছে। তারা প্রত্যাশিত ফলও পাচ্ছেন। কিন্তু ঢাকার চলচ্চিত্রের এর ফলাফল কি হবে তা এখনই বলা যাচ্ছে না। নবাব এলএলবি দিয়ে তার একটা প্রাথমিক ধারণা পাওয়া যাবে। প্রযোজক পরিবেশক সমিতির একজন মুখপাত্র বলেছেন, তারা কিছুদিন আগে এ ব্যাপারে একটি সেমিনারও করেছেন। সেখানে দু’একটি ওটিটি প্ল্যাটফর্মের প্রতিনিধিও ছিলেন। তারা ছবি মুক্তির জন্য এই চ্যানেলটিকে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে ভাবছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়