মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালে থেকে ২০০ বাংলাদেশিকর্মীকে নিয়ে ঢাকায় অবতরণ করে মালদিভিয়ানের প্রত্যাবাসন ফ্লাইট। এরপরেই তাদেরকে ২ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত।
[৩] বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল বলেন, ওই ফ্লাইটে ১১৮ জন যাত্রীর কোভিডমুক্ত কোনও সনদ ছিলো না। বাকি ৮২ জনের বিএমইটি কার্ড থাকায় তাদের ছাড় দেওয়া হয়েছে। প্রত্যাবাসন ফ্লাইট হওয়ায় তাদের কিছুটা কম সাজা দেয়া হয়েছে। তবে বাণিজ্যিক ফ্লাইটে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হলে সাজা আরও বাড়বে।
[৪] তিনি বলেন, ‘সরকারের নিয়ম অনুযায়ী, করোনা নেগেটিভ সনদ ছাড়া কাউকেই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না’
[৫] জানা গেছে, করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহন করায় এর আগে ৯ এয়ারলাইন্সকে মৌখিকভাবে সতর্ক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও রয়েছে। অন্য এয়ারলাইন্সগুলো হচ্ছে সালাম এয়ার, কুয়েত এয়ারওয়েজ, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার এশিয়া, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, তার্কিশ এয়ারলাইন্স। সম্পাদনা : সম্পাদনা: শাহানুজ্জামান টিটু