[১] বেগম রোকেয়া স্মারক সম্মাননায় ভূষিত হলেন ড. জিনবোধি ভিক্ষু
রাজু চৌধুরী: [২] ড. জিনবোধি ভিক্ষু বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি কর্তৃক বেগম রোকেয়া স্মারক সম্মাননায় ভূষিত হয়েছেন।
[৩] শিক্ষার জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন-এর জন্ম ও মৃত্যুদিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সভায় স্মরণ সভায় প্রধান অতিথি সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির হাত থেকে সম্মাননা স্মারক-২০২০ গ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু।
[৪] অন্যান্যদের মধ্য সভায় উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম। দক্ষিণ জেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম। সংগঠনের সম্পাদক সৈয়দ দিদার আশরাফী, শ্রমিক নেতা কামাল উদ্দিন, স্মরণসভায় সভাপতিত্ব করেন আহবায়ক ওসমান গণি।
[৫] বঙ্গীয় বৌদ্ধ সমাজে ড. জিনবোধি ভিক্ষু ইতিপূর্বে প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র স্কুল, হাইস্কুল প্রতিষ্ঠা ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে চলেছেন। তিনি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত পন্ডিত বিহার বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনার বদান্যতায় আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন। সামাজিক, ধর্মীয় ও সাহিত্য ক্ষেত্রেও তাঁর বিশেষ অবদান রয়েছে।