জাকির আকন: [২] সিরাজগঞ্জের হাটিকুুমরুল- বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নান নগরে মাইক্রোবাসের ধাক্কায় নাজিম উদ্দিন ওরফে পাগলা নাজিম ( ৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। নিহত নাজিম তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের মৃত জাবেদ আলী পূত্র।
[৩] স্থানীয় স্কুল শিক্ষক জহুরুল ইসলামসহ স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ ডিসেম্বর ) সন্ধা রাতে হাটিকুুমরুল- বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগরের চৌরাস্তা মোড়ে রাস্তা পারাপারের সময় ভ্যান চালক নাজিম পাগলাকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। ভ্যানচালক নাজিম ঘটনাস্থলেই মারা যান। তার লাশ গ্রামে নিয়ে রাত্রেই পারিবারিকভাবে দাফন করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি