শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ সুপার পদমর্যাদার ২৫ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক : [২] পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৫ জন কর্তকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক চার প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

[৩] বদলিকৃতদের মধ্যে সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরাকে কুড়িগ্রামের এসপি, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মীর মোদাসসের হোসেনকে রাঙামাটি, বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে বরগুনায়, স্পেশাল ব্যাটালিয়ন-১ এর মোহাম্মদ জাকারিয়াকে মৌলভীবাজারে, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ জহিরুল ইসলামকে মাগুরা, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঠাকুরগাঁও, পুলিশ সদর দপ্তরের এআইজি আয়েশা সিদ্দিকাকে গোপালগঞ্জ, পুলিশ স্টাফ কলেজের মো. হাসান নাহিদ চৌধুরীকে শেরপুর ও খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম এম শাকিলউজ্জামানকে রাজবাড়ী জেলায় এসপি হিসেবে বদলি করা হয়েছে।

[৪] নৌ পুলিশ ইউনিটের পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফকে উপ-পুলিশ মহাপরির্দশক (পুলিশ সুপার) খুলনা রেঞ্জে সংযুক্ত, কক্সবাজারের ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে হবিগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, সিআইডির বিশেষ পুলিশ সুপার বেগম তাসমিয়াহ তাহলীলকে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, কক্সবাজারের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট তারিকুল ইসলামকে কক্সবাজারের ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক করা হয়েছে।

[৫] রাঙ্গামাটি জেলার এসপি আলমগীর কবীরকে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, বরিশালের এসপি সাইফুল ইসলামকে সিআইডির এসপি, কুমিল্লার এসপি সৈয়দ নুরুল ইসলামকে ডিএমপির ডিসি, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খানকে সিআইডিতে, মাগুড়ার এসপি খান মুহাম্মদ রেজোয়ানকে সিআইডি, ঠাকুরগাঁওয়ের এসপি মোহা. মনিরুজ্জামানকে পুলিশের স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন-১ এ, রাজবাড়ী জেলার এসপি মো. মিজানুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে।

[৬] মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদকে কুমিল্লা, বরগুনার এসপি মো.মারুফ হোসেনকে বরিশাল, কুড়িগ্রামের এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে পাবনা ও শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে গাজীপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়