শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সাবেক তারকা শেবাগ বললেন, ম্যাক্সওয়েল রান ছাড়া সবই করেন

স্পোর্টস ডেস্ক : [২] সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট-বলে অনুজ্জ্বল ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। যে কারণে অনেক সমালোচনা শুনতে হয়েছে এই অলরাউন্ডারকে। আইপিএলে টানা ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ার হয়ে যেন পুরোনো ছন্দে ফিরেছেন এই তারকা ক্রিকেটার।

[৩] ভারতের বিপক্ষে ব্যাটে-বলে জ্বলে ওঠার পর এবার বীরেন্দর শেবাগের সমালোচনার মুখে পড়েছেন ম্যাক্সওয়েল। শেবাগ মনে করেন , সে আইপিএলে কেবলই উপভোগ করতে আসে। সে আইপিএল ক্রিকেট নিয়ে যতটা না সিরিয়াস তার থেকে বেশি সিরিয়াস গলফ খেলায়।

[৪] এবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবরে হয়ে ১১ ম্যাচে মাত্র ১০৮ রান করেছেন তিনি। যেখানে নেই কোন ছক্কার মার। আইপিএলে টানা ব্যর্থতার বৃত্তে থাকা ম্যাক্সওয়েলই যেন জ্বলে উঠলেন ভারতের বিপক্ষে। ওয়ানডে সিরিজে ১৯৪.১৯ স্ট্রাইকরেটে ১৬৭ রান করার পর টি-টোয়েন্টি সিরিজেও করেছেন ৭৮ রান। যেখানে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৫০ এর অধিক।

[৫] শুধু তাই নয় এই ৭৮ রানের মাঝেও রয়েছে একটি হাফ সেঞ্চুরি। আর ওয়ানডে সিরিজে ১২ চার মারা সঙ্গে মেরেছেন ১১টি ছক্কা। আর টি-টোয়েন্টি সিরিজে এসে মেরেছেন ৫ ছক্কা। দেশের হয়ে তাঁর এমন পারফরম্যান্স দেখার পর তাই তো তাকে নিয়ে এমন মন্তব্য করতে ভুলেননি শেবাগ। তাঁর ধারণা আইপিএলে এসে সে রান করার থেকে বিনোদন দিতেই বেশি ব্যস্ত থাকে।

[৬] এ প্রসঙ্গে শেবাগ বলেন, সে মোটেও চাপ নেয় না। সে কেবল উপভোগের জন্য সেখানে (আইপিএল) আছে। রান করা বাদে সে ম্যাচে সবকিছু করে - খেলোয়াড়দের উৎসাহিত করে, চারপাশে ঘোরাঘুরি করে, নাচে। ম্যাচটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি সে বিনামূল্যে পানীয় পায় তবে সে তা নিজের ঘরে নিয়ে যাবে এবং প্রচুর পরিমাণে পানীয় পান করবে।

[৭] তিনি আরও বলেন, আমি কখনই অনুভব করিনি যে সে এখানে খেলা নিয়ে সিরিয়াস। সে যখন আইপিএলে আসে, তখন ক্রিকেটের চেয়ে সে গলফ নিয়ে বেশি সিরিয়াস থাকে। কারণ আপনি যদি সিরিয়াস হন তাহলে পারফরম্যান্সে সেটা দেখা যাবে।

[৮] এর আগে ম্যাক্সওয়েলকে ১০ কোটি রুপির চিয়ারলিডার সম্বোধন করে শেবাগ বলেছিলেন, এই ১০ কোটি রুপির চিয়ারলিডার পাঞ্জাবের জন্য বেশ ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। গত কয়েকবছর ধরেই আইপিএলে নিজের রুটিন কাজ থেকে সরে আসছিলেন তিনি, কিন্তু চলতি বছর তো সেই রেকর্ডটিও ভেঙে দিলেন। আপনি এটাকে উচ্চ খরচের অবকাশযাপন বলতে পারেন। - ক্রিকফ্রেঞ্জি / জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়