শিরোনাম
◈ আজ দুপুর ২টায় সারাদেশের শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের ◈ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ঘরবাড়ি ◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলাম রাব্বানী: হঠাৎ করেেই মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের মুখোমুখি

গোলাম রাব্বানী: এক রেস্টুরেন্টে খেতে গিয়ে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সাথে দেখা, তিনি কুমিল্লা মুরাদনগরে একটি মাহফিল শেষ করে ফিরছিলেন। এতো বড় মানের একজন আলেম সাহেবকে পেয়ে প্রায় আধাঘণ্টা আলাপচারিতায় মনের অব্যক্ত প্রশ্নগুলো অকপটে করে ফেললাম। যেমন, ওয়াজ মাহফিল তো ইসলাম প্রচার ও মানুষকে হেদায়েত দানের উদ্দেশ্যে করা হয়, সেখানে বয়ান করে হাদিয়া নেয়া জায়েজ কিনা, টাকায় তো বঙ্গবন্ধুর ছবি আছে। তিনি জানালেন, যেহেতু জান বাঁচানো ফরজ, তাই জীবিকার তাগিদে এটা জায়েজ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে যেমন সরব হয়েছেন জিয়া বা অন্যান্য ভাস্কর্য নিয়ে আওয়াজ তোলেননি কেন? স্বীকার করলেন সব ভাস্কর্য নিয়েই কথা বলা উচিত ছিলো। সরাসরি জিজ্ঞেস করলাম, ২০০১-২০০৫ সারাদেশে চলচ্চিত্রের নামে যে অশ্লীল নগ্নতা ছেয়ে গেলো, দেশ টানা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো তখন ঈমানি দায়বদ্ধতা থেকে এই অনাচারের বিরুদ্ধে সকল আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন, প্রতিবাদ করেননি কেন? হুজুর তেমন কোনো সদুত্তর দিতে পারলেন না। কথা প্রসঙ্গে তিনি বললেন, ভিডিও করা জায়েজ, যেহেতু এটা চলন্ত কিন্তু ছবি তোলা হারাম, এটা স্থির, প্রাণহীন। তাকে জিজ্ঞেস করলাম, যে মামুনুল হক সাহেবের আওয়াজে সুর মিলিয়ে মাঠ গরম করছেন, তিনি জেনে-বুঝে নিজে যে সকল হারাম কাজ করেছেন বা করে আসছেন, যেমন নারী নেতৃত্ব হারাম জেনেও খালেদা জিয়ার নেতৃত্বে পাশে বসে ছবি তোলা, আজহারী সাহেবসহ অন্যদের নিয়ে নিজে সেলফি পোজ দেয়া আর মহানবী (স.) এর মুখভঙ্গি অর্থাৎ তিনি কীভাবে ঠোঁট নাড়তেন সেটা অনুকরণ বা অভিনয় করে দেখানো, এগুলো কি জায়েজ বা সহী কিনা, ১৪০০ বছর পূর্বে প্রাণপ্রিয় নবীজী (স.) আল্লাহর ওহী আসলে কীভাবে ঠোঁট নাড়াতেন সেটা কমপক্ষে ৩৫-৪০ জন মারফত তিনি শুনে কীভাবে অবিকৃতভাবে নকল করতে পারেন? তিনি নির্দ্বিধায় স্বীকার করলেন, মামুনুল হক সাহেব নিঃসন্দেহে এগুলো করে ভুল কাজ করেছেন।

সবশেষে, তাকে আহবান জানালাম, ভাস্কর্য স্থাপনে দেশ জাতির বিরাট ক্ষতি না হলেও ঘুষ, দুর্নীতি, অনিয়মের বেড়াজালে লাখো কোটি মানুষ ভুক্তভোগী। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে ঈমানী দায়বদ্ধতা থেকে সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন, সকল আলেম-ওলামা, মুসল্লিকে আহবান করুন। অনিয়ম, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে রাজপথে ইসলামি আন্দোলনের ডাক দিন, আমার মতো লাখো তরুণ আপনাদের পাশে দাঁড়াবে, প্রতিবাদ মিছিলে সামিল হবে। তিনি আশ^াস দিলেন, আমরা পাশে থাকলে তিনি আলেমসমাজকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে প্রস্তুত আছেন। অশেষ ধন্যবাদ, বাস্তবায়ন দেখতে চাই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়