শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনায় মেসির সমস্যাটা ফুটবলীয় নয়, মনস্তাত্ত্বিক,বললেন জুভেন্টাস কোচ

স্পোর্টস ডেস্ক: [২] চলতি মৌসুমে লিওনেল মেসিকে চেনা রূপে পাওয়া যাচ্ছে না। পরিসংখ্যান দেখে বোঝা অবশ্য দায়। কিন্তু মাঠের খেলায় তার ছন্দের অভাব ঠিকই ফুটে উঠছে। এমনটা হওয়ার কারণ কী? জুভেন্টাসের কোচ আন্দ্রেয়া পিরলোর মতে, বার্সেলোনা অধিনায়ক মেসির সমস্যাটা ফুটবলীয় নয়, মনস্তাত্ত্বিক।

[৩] সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৭ গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে তিনি করিয়েছেন আরও ৪ গোল। এমন পরিসংখ্যান যেকোনো ফুটবলারের জন্য এক শব্দে- অসাধারণ। কিন্তু মেসি বলেই পরিস্থিতি একেবারে ভিন্ন! সমালোচকরা এরই মধ্যে নতুন করে রব তুলেছেন, ফুরিয়ে যেতে শুরু করেছেন ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। তবে তাদের সঙ্গে একমত নন ইতালির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার পিরলো।

[৪] স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে জুভেন্টাস কোচ বলেছেন, মেসির দক্ষতায় কিংবা সামর্থ্যে কোনো কমতি তৈরি হয়নি, বরং সাম্প্রতিক সময়ের ব্যক্তিগত জীবনের অস্থিরতার প্রভাব পড়ছে খেলায়, শুধু ক্যারিয়ারের নয়, বর্তমানে জীবনেরই একটা বিশেষ মুহূর্তে রয়েছে মেসি। কারণ, এই গ্রীষ্মে সে একটা সমস্যার মুখোমুখি হয়েছিল। (এটা ছিল) বার্সায় সে থাকবে নাকি থাকবে না তা নিয়ে।

[৫] তবে ম্যাচের মধ্যে সে সব সময় নিজের মূল্য বুঝিয়েছে। এটা ফুটবলীয় সমস্যার চেয়ে বেশি কিছু। সমস্যাটা অনেকাংশেই মনস্তাত্ত্বিক। তবে এটা নিয়ে আমি কথা বাড়াতে চাই না। কারণ, এর সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই। সে অসাধারণ একজন খেলোয়াড়। সে এটা (বহুবার) দেখিয়েছে।

[৬] মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বহুল প্রতীক্ষিত ম্যাচে পিরলোর জুভেন্টাস মুখোমুখি হবে মেসির বার্সেলোনার। ন্যু ক্যাম্পে ফিরতি লেগের খেলা শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায়। ‘জি’ গ্রুপ থেকে আগেই নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে দল দুটি। পাঁচ ম্যাচের সবকটিতে জেতা বার্সার পয়েন্ট ১৫। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই আছে তুরিনের বুড়িরা। গত অক্টোবরে প্রথম লেগে জুভেন্টাসের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে আধিপত্য দেখিয়ে ২-০ গোলে জিতেছিল বার্সা। দুটি গোলই করেছেন মেসি। - ডেইলি স্টার/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়