কূটনৈতিক প্রতিবেদক: [২] মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত বলেন, ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে তুরস্কজুড়ে অনেক ভাস্কর্য রয়েছে।
[৩] রাষ্ট্রদূত বলেন, ২০১৮ সালে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।
[৪] অর্থনৈতিক সমৃদ্ধি ও কোভিড পরিস্থিতি মোকাবিলাসহ সামাজিক খাতের উন্নয়নে তুরস্ক সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
[৫] এ সময় তুর্কি রাষ্ট্রদূত বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাচ্ছে।