শিরোনাম
◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতির পিতার ভাস্কর্য নিয়ে উস্কানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট : বিজয়ের মাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টিকে লজ্জাকর ঘটনা বলে উল্লেখ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার অপর নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই মহান বিজয়ের মাসে জাতির পিতার ভাস্কর্য নিয়ে অনাকাঙ্খিত ও উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং ভাঙচুরের ঘটনা জাতির জন্য লজ্জাকর।’ এসব অনাকাঙ্খিত ও উস্কানিমূলক বক্তব্য পরিহার করে সবাইকে সজাগ ও শান্ত থাকার আহ্বান জানান তিনি।

৭ ডিসেম্বর (সোমবার) জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় হানাদার বাহিনীকে পরাজিত করে শত্রুমুক্ত করে মুক্তিবাহিনীর বীর সেনানীরা। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এসব কথা বলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যাল অ্যাড. জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক মোজা প্রমুখ।

উল্লেখ্য, জালাল এবং বদি কোম্পানির নেতৃত্বে বীরত্বপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে ৭ ডিসেম্বর ভোররাতে হানাদার মুক্ত হয় ইসলামপুর। সে সময় হাজারও জনতা জয় বাংলা স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। ওইদিন সকালে ইসলামপুর থানা চত্বরে জালাল কোম্পানির কমান্ডার শাহ মো. জালাল উদ্দিন সর্ব প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

সূত্র- বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়