শিরোনাম
◈ ফেসবুক লাইভে এসে পুলিশের বাইকের কাগজ দেখতে চাওয়া সেই সাগর হালদারকে গ্রেফতার করেছে সিটিটিসি (ভিডিও) ◈ ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যাপক আলী রীয়াজ ◈ ইরানের রাজধানী তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল ◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকারের দ্বিতীয় বৈঠকও নিস্ফল, ফের ৫ তারিখ

সালেহ্ বিপ্লব: [২] মঙ্গলবার কৃষিমন্ত্রীর সঙ্গে প্রথম দিনের বৈঠকে পরিবেশটা অনেক আন্তরিক ছিলো। সেদিন বৈঠকের ফাঁকে মন্ত্রীর সঙ্গে চা-নাস্তা খেয়েছিলেন কৃষক ইউনিয়নের নেতারা। তাকে পাল্টা নিমন্ত্রণ জানিয়েছিলেন রাজপথে অবস্থান নেয়া কৃষকদের লঙ্গরখানায়। পিটিআই

[৩] বৃহস্পতিবার দিল্লীর বিজ্ঞান ভবনে দ্বিতীয় দফার বৈঠকটি প্রথমদিনের চেয়ে দীর্ঘ হয়েছে, সব মিলিয়ে ৭ ঘণ্টা। দুপুরে খাবারের আয়োজনও ছিলো। কিন্তু কৃষক নেতারা নিজেদের খাবার সঙ্গে নিয়ে গিয়েছিলেন, সরকারি খাবার খেতে আপত্তি তাদের। আর আপত্তির কারণটা পরিস্কার, সরকারের হাবভাবেই কৃষকরা বুঝে গেছে, দাবি আদায় কঠিন হবে। আনন্দবাজার

[৪] কৃষকদের প্রধান দাবি, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। সে জন্য তারা চাইছেন, সম্প্রতি পাস হওয়া তিনটি কৃষি আইন বাতিল করা হোক। প্রথম বৈঠকেই তাদের দাবিকে পাশ কাটিয়ে সরকার একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। এই কমিটি ওই তিন আইনের ধারা-উপধারা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে, কৃষকদের দাবি সঠিক কি না। সে প্রস্তাব মানেননি কৃষক ইউনিয়ন প্রতিনিধিরা, তাই বৈঠক দ্বিতীয় দিনে গড়ায়। টাইমস অব ইন্ডিয়া

[৫] বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তমারের সঙ্গে আলোচনায় বসার আগেই কৃষক নেতারা জানিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে নিশ্চয়তা দিলেই যে আন্দোলন উঠে যাবে, তা নয়। নয়া কৃষি আইন যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। আনন্দবাজার

[৬] বৈঠকে কৃষক ইউনিয়ন নেতারা নতুন আইনের কোথায় কী গলদ রয়েছে, সেগুলো তুলে ধরেন। এসব নিয়ে আলোচনা হয়েছে  তবে কোনও সিদ্ধান্ত হয়নি। এএনআই

[৭] শেষ পর্যন্ত ঠিক হয়, আগামী ৫ ডিসেম্বর পরবর্তী আলোচনা বসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়