শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যান্টিজেন পরীক্ষা আগামী শনিবার থেকে শুরু

লাইজুল ইসলাম: [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ডিসেম্বরের ৫ তারিখ থেকে শুরু হবে অ্যান্টিজেন টেস্ট। টেস্ট শুরুর আগে কর্মীদের প্রশিক্ষণও দেয়া হয়েছে। প্রশিক্ষণ দিয়েছে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট।

[৩] বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বলেন, প্রাথমিকভাবে দেশের ১০টি জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে। জেলাগুলো হচ্ছে, পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর (মাদারীপুর জেলা সদর হাসপাতাল) এবং সিলেট (শহীদ শামসুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল)।

[৪] তিনি আরো বলেন, অগ্রাধীকার ভিত্তিতে এই টেস্ট শুরু করা হচ্ছে। যেসব এলাকায় পিসিআর মেশিন নেই সেখানে শুরু করা হচ্ছে।

[৫] রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের পরিচালক ডা. তাহমিনা শীরিণ বলেন, আমাদের কাজ ছিলো শুধু প্রশিক্ষণ দেয়া। আমরা সেটা দিয়ে দিয়েছি। ১০টি জেলার প্রতিটি জেলায় ১০ জন চিকিৎসক, ১০ জন মেডিকেল টেকনোলোজিস্ট ও ১০ জন পরিসংখ্যানবিদকে আমরা প্রশিক্ষণ দিয়েছি।

[৬] ডা. তাহমিনা আরো বলেন, যদি প্রয়োজন পরে তাহলে এই টেস্ট এক সঙ্গে শুরু করা হবে এই ১০ জেলায়। যদি প্রয়োজন না হয় তাহলে শুরু হবে না টেস্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়