শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যান্টিজেন পরীক্ষা আগামী শনিবার থেকে শুরু

লাইজুল ইসলাম: [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ডিসেম্বরের ৫ তারিখ থেকে শুরু হবে অ্যান্টিজেন টেস্ট। টেস্ট শুরুর আগে কর্মীদের প্রশিক্ষণও দেয়া হয়েছে। প্রশিক্ষণ দিয়েছে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট।

[৩] বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বলেন, প্রাথমিকভাবে দেশের ১০টি জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে। জেলাগুলো হচ্ছে, পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর (মাদারীপুর জেলা সদর হাসপাতাল) এবং সিলেট (শহীদ শামসুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল)।

[৪] তিনি আরো বলেন, অগ্রাধীকার ভিত্তিতে এই টেস্ট শুরু করা হচ্ছে। যেসব এলাকায় পিসিআর মেশিন নেই সেখানে শুরু করা হচ্ছে।

[৫] রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের পরিচালক ডা. তাহমিনা শীরিণ বলেন, আমাদের কাজ ছিলো শুধু প্রশিক্ষণ দেয়া। আমরা সেটা দিয়ে দিয়েছি। ১০টি জেলার প্রতিটি জেলায় ১০ জন চিকিৎসক, ১০ জন মেডিকেল টেকনোলোজিস্ট ও ১০ জন পরিসংখ্যানবিদকে আমরা প্রশিক্ষণ দিয়েছি।

[৬] ডা. তাহমিনা আরো বলেন, যদি প্রয়োজন পরে তাহলে এই টেস্ট এক সঙ্গে শুরু করা হবে এই ১০ জেলায়। যদি প্রয়োজন না হয় তাহলে শুরু হবে না টেস্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়