শিরোনাম

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তথাকথিত ধর্মব্যবসায়ীদের বিষদাঁত উপড়ে ফেলে রুখে দিতে হবে, বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

সমীরণ রায় : [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে হক্কানি আলেমদের ঈমানি দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, হক্কানি আলেমরা নায়েবে রাসুল হিসেবে এগিয়ে আসুন, আপনারা নীরব থাকবেন না। ভাস্কর্য ইসলামে হারাম নয়, সেটা জাতিকে বলুন। যারা আলেমসমাজ, তারা যদি কথা না বলে, মানুষ ধরে নেবে ইসলাম জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়। সুতরাং হক্কানি আলেমদের এগিয়ে আসতে হবে।

[৩] তিনি বলেন, পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। তথ্যমন্ত্রণালয়কে অনুরোধ করব, পৃথিবীর সব মুসলিম অধ্যুষিত দেশের ভাস্কর্য টেলিভিশনের মাধ্যমে জনগণকে দেখানো হোক। দূতাবাসের মাধ্যমে সব ভাস্কর্যের ছবি সংগ্রহ করে প্রচার করা হোক। তাহলে মানুষ আসল ঘটনা বুঝবে।

[৪] মন্ত্রী বলেন, ধর্ম ব্যবসায়ীদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। কয়েকজন ব্যক্তির কাছে ধর্ম লিজ দেওয়া হয়নি। দেশের অনেক জায়গায় ভাস্কর্য আছে, এত দিন কেউ কিছু বলেনি। হঠাৎ তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলছে।

[৫] তিনি আরও বলেন, তাদের এজেন্ডা কী? জাতির অস্তিত্ব মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। সংবিধানে আঘাত এসেছে। আসুন আমরা এক হয়ে লড়াই করি। বঙ্গবন্ধুর সন্তানরা এক হয়ে তথাকথিত ধর্ম ব্যবসায়ী অপশক্তির বিরুদ্ধে লড়ি।

[৬] বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত নাট্যজন আলী যাকের ও ফুটবলার বাদল রায় স্মরণে এক শোকসভায় তিনি এসব কথা বলেন। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়