শিরোনাম

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেসিডেন্টের সঙ্গে এভাবে কথা বলবেন না: সাংবাদিককে ট্রাম্প

লিহান লিমা: [২] থ্যাংকসগিভিংয়ের উৎসবে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ভোট কারচুপি নিয়ে অভিযোগ করছিলেন। এ সময় তার কথার মাঝে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি কখন ওভাল অফিস ত্যাগ করার পরিকল্পনা করেছেন?’। তাতেই ক্ষিপ্ত হয়ে পড়েন ট্রাম্প। ইয়ন

[৩]ওই সাংবাদিককে তিনি বলেন, ‘আমার সঙ্গে এভাবে কথা বলবেন না, আপনি নেহাতই সামান্য একজন। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এইভাবে প্রেসিডেন্টের সঙ্গে কখনও কথা বলা যায় না।’

[৪] তবে হোয়াইট হাউস ছাড়ার প্রশ্নের উত্তর দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘অবশ্যই আমি হোয়াইট হাউস ছেড়ে যাব। কিন্তু ২০ জানুয়ারির আগে আরও অনেক কিছু ঘটবে। বিরাট জালিয়াতি হয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো আমরা কম্পিউটার ব্যবহার করছি, যা সহজেই হ্যাক করা সম্ভব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়