শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অটোপাসের সিদ্ধান্তে বিদ্যালয়ে শূন্য আসনে ভর্তি নিয়ে শঙ্কিত অভিভাকরা

শরীফ শাওন: [২] অভিভাবকরা জানান, অটোপাসের সিদ্ধান্তে সকল শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে। এতে শূন্য আসন কম থাকবে । আবার লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থায় কম সংখ্যক আসনের বিপরীতে অনেক শিক্ষার্থী থাকবে। বিশেষ করে নামি দামি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সুযোগ সীমিত থাকবে।

[৩] অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, অটোপাসের ফলে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসন সংখ্যা কম থাকবে। সেক্ষেত্রে লটারির বিষয়ে খুব বেশি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

[৪] মনিপুর বাংলা উচ্চ বিদ্যালয় এবং কলেজ অধ্যক্ষ ফরহাদ হোসেন বলেন, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী ৬০ ও ক্যাচমেন্ট এরিয়া ৪০ শতাংশের পরিবর্তে উভয় ৫০ শতাংশ করা হয়েছে। এছাড়া সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা ৫টি স্কুল নির্বাচন করতে পারবে। ফলে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে আশঙ্কা থাকছেনা।

[৫] বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার বলেন, বেসরকারিতে প্রতিষ্ঠানভিত্তিক লটারি হবে, ফলে শিক্ষার্থীরা যেকোন বিদ্যালয় ভর্তিতে অংশগ্রহণ করতে পারবে।

[৬] শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ৭ ডিসেম্বরের মধ্যে জানানো হবে, ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। সম্পাদনা : ইসমাঈল ইমু, রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়