শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক ব্যবহার নিশ্চিতে রাজধানীতে র‍্যাবের অভিযান, ৪৩ জনকে জরিমানা ও বিনামূল্যে মাস্ক বিতরণ

সুজন কৈরী : [২] সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউ ঠেকানো, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীতে অভিযান চালিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শাহবাগ মোড়, ফার্মগেট মোড়, সিটি কলেজ মোড় ও মিরপুরে একসঙ্গে এই অভিযান চলায় র‌্যাব-৩ ও ৪ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে মাস্ক না পরায় ৪৩ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। সেইসঙ্গে প্রায় ৩ হাজার দিনমজুর ও রিকশাচালককে মাস্ক বিতরণ করে তাদের সতর্ক করা হয়।

[৩] বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শাহবাগ এলাকায় র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৩১ জনকে প্রায় ৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে এবং বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৮০০ লোককে সতর্ক করাসহ বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, জরিমানা করাই মূল উদ্দেশ্য না। অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করা হয়েছে। যারা অসচেতনভাবে মাস্ক ব্যবহার করছেন না তাদের জরিমানার আওতায় আনা হয়েছে। তবে অভিযানকালে জানসাধারণকে সচেতন থাকতেই বেশি দেখা গেছে।

[৫] এদিকে ফার্মগেট এলাকায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের নেতৃত্বে অপর একটি দল অভিযান চালিয়েছে। ম্যাজিস্ট্রেট বলেন, তুলনামূলক শিক্ষিত মানুষরাই মাস্ক ব্যবহার করছেন না। তাদের জরিমানা করা হয়েছে। অন্যদিকে কিছু দরিদ্র শ্রমিক একই মাস্ক বার বার ব্যবহার করছেন, তাদের সচেতন করাসহ বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

[৬] অপরদিকে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে মিরপুরের দারুস সালাম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-৪। এ সময় মাস্ক না পরায় ১২ জনকে অর্থদণ্ড ও ২ হাজার দিনমজুর ও রিকশাচালকের মাঝে মাস্ক বিতরণ করে তাদের সতর্ক করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়