শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীফ হুইপের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার একজন

সুজন কৈরী: [২] জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেপ্তার ব্যক্তির নাম- জাহিদ বিন আজীজ (৩৯)। তাকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

[৩] এর আগে গত মঙ্গলবার রাতে হাজারীবাগের রায়েরবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিজিটাল ফরেনসিক টিম। এ সময় ভুয়া ফেসবুক আইডি ব্যবহারের কাজে ব্যবহৃত মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

[৪] সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারি পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ জানান, চীফ হুইপের ব্যক্তিগত কর্মকর্তা বনানী থানায় অভিযোগ করেন যে, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি এন. আলম চৌধুরী এমপি দিয়ে দীর্ঘদিন ধরে কে বা কারা অসৎ উদ্দেশ্যে ফেসবুক আইডি ব্যবহার করছে। ফলে চীফ হুইপের ফেসবুক আইডি মনে করে বহুলোক ওই আইডিতে যুক্ত হচ্ছেন এবং হয়েছেন। এছাড়াও উক্ত ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় চীফ হুইপের বিভিন্ন ছবি ও সামাজিক কর্মকান্ডের ছবিসহ বিভিন্ন মতামত আপলোড করা হয়েছে। প্রকৃতপক্ষে চীফ হুইপ কোনও ফেসবুক আইডি ব্যবহার করেন না। ওই অভিযোগের ভিত্তিতে বনানী থানায় একই দিনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। পরে মামলাটি সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আবু সাঈদ অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে অভিযুক্তকে সনাক্ত করে গ্রেপ্তার করে। বর্তমানে গ্রেপ্তার জাহিদ বিন আজীজ ৩ দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়