শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু ◈ 'হাইব্রিড নো ভোটের' মানে কী? ◈ জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিতে খসড়া প্রস্তুত ◈ গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ◈ ২৯৫ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: সাইদুর রহমান ◈ রেমিট্যান্স জমায় কড়াকড়ি, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা ◈ সাগরে নিম্নচাপ, যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীফ হুইপের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার একজন

সুজন কৈরী: [২] জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেপ্তার ব্যক্তির নাম- জাহিদ বিন আজীজ (৩৯)। তাকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

[৩] এর আগে গত মঙ্গলবার রাতে হাজারীবাগের রায়েরবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিজিটাল ফরেনসিক টিম। এ সময় ভুয়া ফেসবুক আইডি ব্যবহারের কাজে ব্যবহৃত মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

[৪] সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারি পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ জানান, চীফ হুইপের ব্যক্তিগত কর্মকর্তা বনানী থানায় অভিযোগ করেন যে, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি এন. আলম চৌধুরী এমপি দিয়ে দীর্ঘদিন ধরে কে বা কারা অসৎ উদ্দেশ্যে ফেসবুক আইডি ব্যবহার করছে। ফলে চীফ হুইপের ফেসবুক আইডি মনে করে বহুলোক ওই আইডিতে যুক্ত হচ্ছেন এবং হয়েছেন। এছাড়াও উক্ত ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় চীফ হুইপের বিভিন্ন ছবি ও সামাজিক কর্মকান্ডের ছবিসহ বিভিন্ন মতামত আপলোড করা হয়েছে। প্রকৃতপক্ষে চীফ হুইপ কোনও ফেসবুক আইডি ব্যবহার করেন না। ওই অভিযোগের ভিত্তিতে বনানী থানায় একই দিনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। পরে মামলাটি সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আবু সাঈদ অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে অভিযুক্তকে সনাক্ত করে গ্রেপ্তার করে। বর্তমানে গ্রেপ্তার জাহিদ বিন আজীজ ৩ দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়