সুজন কৈরী : [২] রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এর একটি বাসায় বুধবার রাতে অভিযান চালিয়ে ১৩০ ক্যান বিয়ার ও ৪০ প্যাকেট লিকুইড এ্যালকোহলসহ ক্যামেরুনের দুই নারীকে আটক করেছে খিলক্ষেত থানা পুলিশ। আটকরা হলেন- কিকি (৩০) ও অ্যামেলিয়া (৪৭)।
[৩] পুলিশ জানায়, আটকরা মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সহযোগী অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা হয়েছে।