আব্দুল্লাহ আল আমীন: [২] ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে জনগণের ভোগান্তি লাঘবে ভূমি অফিসের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভ্রাম্যমান ভূমি সেবা চালু করেছেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী।
[৩] বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নে পাড়াইল বাজারের অকৃষি খাসজমি একসনা বন্দোবস্ত (দোকান) ৭০টির নবায়ন প্রদান করেছে। ১০টির নবায়ন বাবদ ১২হাজার টাকা রাজস্ব আদায় করেছে।
[৪] উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে ভ্রাম্যমান সেবা প্রদানে যে কোন মুহুর্তে হাজির থাকেন এই এসিল্যান্ড। এ উদ্যোগে ই-নামজারি আবেদন, নামজারি,(খারিজ), শুনানি, অনুুমোদিত নামজারি (ডিসিআর) ও খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নায়ন কর (খাজনা) দেওয়াসহ ভূমি সংক্রান্ত যেকোন সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান বা পরামর্শ দেওয়া হয়। সম্পাদনা: জেরিন আহমেদ