শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মরহুম স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর আদর্শ, দেশপ্রেম, ত্যাগের শিক্ষা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : স্পিকার

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, তাঁর ত্যাগ ছড়িয়ে দিতে হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কার্যকর ভূমিকা রাখতে পারে। মুক্তিযুদ্ধে ও রাষ্ট্র পরিচালনায় সফল কূটনীতিক হিসেবে এবং সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে সফল স্পীকার হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরীর অবদান অনস্বীকার্য।

[৩] বুধবার বিকালে স্পিকার রাজধানীর বিআরটিসি সম্মেলন কক্ষে স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত মরহুম স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এসময় স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন তিনি ।

[৪] স্পিকার বলেন, ১৯৫৩ সালে মেধার স্বাক্ষর রেখে ফরেন সার্ভিসে যোগ দিয়ে নিজ পেশার পরোয়া না করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন মরহুম স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী। চল্লিশটি দেশে তিনি স্বাধীনতার পক্ষে জনমত গঠনে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন ।

[৫] ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ গঠনের ব্যপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন। মরহুম স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৯ সালের ২১ জুন গঠিত এ পরিষদ দেশ ও জাতি গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে বিভিন্ন ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

[৬] স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক মো. এহছানে এলাহী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়