শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাথমিকে একই রোল নম্বর নিয়ে পরবর্তী শ্রেণিতে যাবে শিক্ষার্থীরা

শরীফ শাওন: [২] প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ছোট বাচ্চাদের অ্যাসাইনমেন্ট দেয়া যাবে না। স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে মূল্যায়ন ব্যবস্থা করা হবে ।

[৩] সোমবার অধিদপ্তর জানায়, কোভিড-১৯ প্রাদুর্ভাবে বিদ্যালয় বন্ধ থাকলেও সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিওর মাধ্যমে পাঠদান অব্যাহত রয়েছে।

[৪] প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণের ক্ষেত্রে শিক্ষকরা মূল্যায়ন করবেন। কি পদ্ধতিতে মূল্যায়ন হবে সে বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এসকল ক্লাসের জন্য শিক্ষার্থীদের যতটুকু জ্ঞান প্রয়োজন, তা না থাকলে শিক্ষকরা পরামর্শ ও সহায়তা দেবেন। আগামী ১ জানুয়ারির মধ্যে এ কাজ শেষ করতে বলা হয়েছে।

[৬] প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মূল্যায়ন কাজ শুরু হবে। যারা রেডিও, টিভিসহ কোন মাধ্যমে পাঠদান নিতে পারেনি বা সিলেবাস শেষ করতে পারেনি তাদের ক্ষেত্রে শিক্ষকদের বিশেষ নজর দিতে বলা হয়েছে।

[৭] তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে জানুয়ারি থেকে বিদ্যালয়ে পাঠদান শুরু হলে, গত ছয় মাসের সিলেবাস নতুন সিলেবাসের সঙ্গে দেড় মাস পড়ানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়