শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাথমিকে একই রোল নম্বর নিয়ে পরবর্তী শ্রেণিতে যাবে শিক্ষার্থীরা

শরীফ শাওন: [২] প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ছোট বাচ্চাদের অ্যাসাইনমেন্ট দেয়া যাবে না। স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে মূল্যায়ন ব্যবস্থা করা হবে ।

[৩] সোমবার অধিদপ্তর জানায়, কোভিড-১৯ প্রাদুর্ভাবে বিদ্যালয় বন্ধ থাকলেও সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিওর মাধ্যমে পাঠদান অব্যাহত রয়েছে।

[৪] প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণের ক্ষেত্রে শিক্ষকরা মূল্যায়ন করবেন। কি পদ্ধতিতে মূল্যায়ন হবে সে বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এসকল ক্লাসের জন্য শিক্ষার্থীদের যতটুকু জ্ঞান প্রয়োজন, তা না থাকলে শিক্ষকরা পরামর্শ ও সহায়তা দেবেন। আগামী ১ জানুয়ারির মধ্যে এ কাজ শেষ করতে বলা হয়েছে।

[৬] প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মূল্যায়ন কাজ শুরু হবে। যারা রেডিও, টিভিসহ কোন মাধ্যমে পাঠদান নিতে পারেনি বা সিলেবাস শেষ করতে পারেনি তাদের ক্ষেত্রে শিক্ষকদের বিশেষ নজর দিতে বলা হয়েছে।

[৭] তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে জানুয়ারি থেকে বিদ্যালয়ে পাঠদান শুরু হলে, গত ছয় মাসের সিলেবাস নতুন সিলেবাসের সঙ্গে দেড় মাস পড়ানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়